advertisement
আপনি দেখছেন

গরুর গোবর ও গোমূত্র দিয়ে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) দমন করা সম্ভব বলে দাবি করেছেন ভারতের আসাম রাজ্যের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া। সোমবার আসামে বিধানসভার বাজেট অধিবেশনে তিনি এ দাবি করেন। খবর এনডিটিভি।

bidhaok asam

বিজেপি বিধায়ক বলেন, গরুর গোবর ও গোমূত্র খুবই উপকারী। এগুলো যে স্থানে পড়ে, সে স্থান সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে ওঠে। তাই তিনি মনে করেন, এগুলো দিয়ে প্রাণঘাতী করোনাভাইরাস দমন করা সম্ভব। এমনকি প্রাণঘাতী ক্যান্সারের নিরাময়ও সম্ভব।

বাংলাদেশে গবাদিপশু পাচার সম্পর্কে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বেশি গরুর মাংস বিক্রি হয় বাংলাদেশে। তবে এই গরুগুলো সব ভারতের। মূলত আসাম থেকে পাচারের মাধ্যমে ভারতীয় গরু বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং এর মাধ্যমে সে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা চলছে।

এর আগে গত ৩১ জানুয়ারি এক অনুষ্ঠানে দেশটির হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপানি মহারাজও দাবি করেন, গরুর গোবর ও গোমূত্র গ্রহণ করলে করোনায় আক্রান্ত হওয়া থেকে বাঁচা যাবে।