advertisement
আপনি দেখছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ন্যাশভিল ও টেনেসি অঞ্চলে ভয়াবহ টর্পেডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কয়েক শ’ মানুষ, ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোরে হানা দেয়া শক্তিশালী এ ঝড়ে ওই অঞ্চল প্রায় ধ্বংস্তূপে পরিণত হয়েছে।

tornado hit in us

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ঝড়ের সময় ব্যাপক বজ্রপাত হয়েছে, অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। ঝড়ের সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবল বাতাসে টালমাটাল অবস্থার মধ্যে একের পর এক স্থাপনা ভেঙে পড়ছে। এতে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, এ ঝড়ে কেবল ন্যাশভিলজুড়ে ৪০টির বেশি অবকাঠামো ভেঙে গেছে। পশ্চিম ন্যাশভিলের পৌর বিমানবন্দরের হ্যাঙ্গারগুলো ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজনকে নেয়া হয়েছে অস্থায়ী জরুরি আশ্রয়কেন্দ্রে, বন্ধ রয়েছে শহরের স্কুলগুলো।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি ন্যাশভিলের পশ্চিমে কেমডেনের কাছে আঘাত হানলে কয়েকজন স্থানীয় হতাহত হয়। এটি পরে পূর্ব দিকে অগ্রসর হয়ে কুকভিলে আঘাত হানলে হতাহতের সংখ্যা আরো বাড়ে।

এ ঘূর্ণিঝড়ের কারণে টেনেসিতে ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ের ভোটগ্রহণ এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়। সুপার টিউসড খ্যাত এ ভোটে ১৪টি রাজ্য অংশ নিচ্ছে, যার মধ্যে টেনেসি অন্যতম।