advertisement
আপনি দেখছেন

প্রাণঘাতী করোনাভাইরাসে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ইতালি। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার একদিনেই ৪১ জন মারা গেছে। যা চীনের বাইরে করোনায় প্রাণহানির নতুন রেকর্ড।

coronavirus in italy

ইতালির গণমাধ্যম থেকে জানা যায়, দেশটির অন্তত ২২টি অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এসব অঞ্চলে গতকাল নতুন করে আরো ৭৬৯ জন আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে ইতালিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৫৮ জনে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার বলছে, করোনাভাইরাস নিয়ে চীনের বাইরে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইতালি। বিশ্বের যে কোনো দেশের চেয়ে এখানে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।

এরইমধ্যে করোনার সংক্রমণ ঠেকাতে ইতালির সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ভাইরাস মোকাবেলায় বরাদ্দ করা হয়েছে অতিরিক্ত ৮.৪ বিলিয়ন ডলার।

করোনাভাইরাসে চীনসহ সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ৯৬ হাজারের বেশি মানুষ। মারা গেছে ৩ হাজার ৩০০ জন। আক্রান্ত ও মুত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশে।