advertisement
আপনি দেখছেন

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে আরো এক সংসদ সদস্যের মৃত্যু হয়েছে। ফাতেমেহ রাহবার নামের ওই নারী সংসদ সদস্য আজ শনিবার মারা গেছেন বলে জানায় দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

fatemeh ahbar died

জানা যায়, ভাইরাসে সংক্রমিত হয়ে কিছু দিন আগে ফাতেমেহ রাহবারকে তেহরানের মাসিহ দানেশভারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ তিনি মারা যান।

কিছু দিন আগে অনুষ্ঠিত ইরানের পার্লামেন্ট নির্বাচনে তিনি তেহরান থেকে এমপি নির্বাচিত হন।

করোনাভাইরাসের কারণে মারা যাওয়া ইরানের দ্বিতীয় এমপি তিনি। এর আগে পার্লামেন্ট সদস্য মোহাম্মদ আলি রামাজানি দস্তক মারা যান। সেইসঙ্গে এক সাবেক রাষ্ট্রদূত এবং দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টার মৃত্যু হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসের কারণে মারা গেছেন ১২৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৭ জন, আর নতুন করে আক্রান্ত হয়েছে ১২৩৪ জন। সব মিলিয়ে এখন আক্রান্তের সংখ্যা ৪৭৪৭ জন।