advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কুয়েতে থাকা বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সেইসঙ্গে সেখানে বিদেশি পর্যটকদের ভিসার মেয়াস বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

kuwait announces extension of visas for bangladeshis

জানা যায়, সোমবার ভাইরাসের প্রয়াদুর্ভাবের কারণে মানবিক এ সিদ্ধান্ত নেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী আনাস খালেদ আল-সালেহ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সেক্রেটারি মেজর জেনারেল তালাল মারাফি বলেন, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেনারেল অথরিটি ফর সিভিল ইনফরমেশন বিভাগের এক সমন্বিত সিদ্ধান্তে এ পদক্ষেপ নেয়া হয়েছে। যার ফলে এখানে প্রাইভেট খাতে যেসব প্রবাসী কর্মী কাজ করছেন তাদের ভিসার মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট কোম্পানি অথবা স্পন্সরের প্রতিনিধিদের জনশক্তি কর্তৃপক্ষের কাছে বৈধ পাসপোর্টের কপি জমা দিতে হবে। এরপর বিবেচনা করে তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে।

তিনি আরো বলেন, এছাড়া কুয়েতের অনেক বাড়িতে প্রবাসী গৃহকর্মী কাজ করে থাকেন। তাদের ভিসার মেয়াদ বাড়াতে তাদের গৃহকর্তাদের সংশ্লিষ্ট বিভাগে গিয়ে যোগাযোগ করতে হবে। যারা কুয়েতের ভিসা নিয়ে বাইরে আছেন তাদের ভিসার মেয়াদও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে তাদের বৈধ পাসপোর্ট থাকা আবশ্যক।

এদিকে, কুয়েত কর্তৃপক্ষ সেখানে ভ্রমণকারীদের ভিসার মেয়াদ দুই মাসের জন্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে সেখানে ভ্রমণে যাওয়া ভারত, শ্রীলঙ্কা, লেবানন, বাংলাদেশ, চীন, হংকং, ইরান, সিরিয়া, ফিলিপাইন, মিশর, ইরাক, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর ও ইতালির নাগরিকদের ভিসার মেয়াদ দুই মাস বাড়ানো হবে।

এ ব্যাপারে তালাল মারাফি জানান, এটি করা হচ্ছে কারণ এসব দেশে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তারা এখানে সুস্থ থাকুক তা আমরা চাই।