advertisement
আপনি দেখছেন

এবার করোনার থাবায় পড়লেন ‘ফরেস্ট গাম্প’ খ্যাত অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন। শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অবস্থানকালে তাদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তাদেরকে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়।

tomhanks corona

আক্রান্ত হওয়ার কথা নিজেই জানান টম হ্যাঙ্কস। ইন্সটাগ্রামের এক পোস্টের মাধ্যমে তিনি জানান, ঠান্ডা-জ্বরের মতো উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করার পর তাদের দুজনের শরীরেই ধরা পড়ে এই ভাইরাসের উপস্থিতি। তিনি আরো জানান, সবার নিরাপত্তার স্বার্থে যতদিন আইসোলেশন থাকতে হয়, থাকবেন। একইসঙ্গে সর্বশেষ পরিস্থিতি জানাতে নিয়মিত পোস্ট দিয়ে যাবেন ইন্সটাগ্রামে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ১২২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে তিনজনের।

sheikh mujib 2020