advertisement
আপনি দেখছেন

স্রোতের ন্যায় রোগী আসছে হাসপাতালে। নমুনা পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, শতকরা ৯৯ জনেরই ভাইরাস পজিটিভ! এত রোগীকে কীভাবে চিকিৎসা দেবে হাসপাতাল। তাই মারা পড়ছেন অনেকে। বাইরে অপেক্ষা করছে ট্রাক, পর্যাপ্ত সংখ্যক লাশ হলেই পাড়ি দেবে অজানার উদ্দেশ্যে।

corona newyork

এটা সিনেমার কোনো অংশবিশেষ নয়, করোনাভাইরাসের তাণ্ডবে এই অবস্থা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালের। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের চিকিৎসক এমন মর্মান্তিক বর্ণনা দিয়েছেন নিউইয়র্ক টাইমসের কাছে।

চিকিৎসকের বক্তব্য এমন, শুরুর দিকে রোজ ২০০ রোগী আসতো। এখন আসছে তার তিনগুণ। কিন্তু এত মানুষকে চিকিৎসা দেওয়ার পরিকাঠামো ওই হাসপাতালের নেই। আবার মানবিক কারণে রোগীকে হাসপাতাল থেকে বের করাও যায় না। এ অবস্থায় চোখেন সামনে মৃত্যুমিছিল দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না।

চিকিৎসকরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। এতে করে তাদের মধ্যেও কেউ কেউ আক্রান্ত হয়ে পড়ছেন করোনাভাইরাসে। অনেক সময় আক্রান্ত হয়ে পড়ছেন রোগীকে হাসপাতালে নিয়ে আসা তার স্বজনও। পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে।