advertisement
আপনি দেখছেন

বিদ্যুত গতিতে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। গতকাল রাতেও (বাংলাদেশ সময়) দেশটি ছিল আক্রান্তের দিক থেকে ৩ নম্বরে। কিন্তু সকাল হতে না হতেই চীন, ইতালিকে ছাড়িয়ে সবার ওপরে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজারেরও বেশি মানুষ।

corona usa friday

বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে দশটা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৩৭৭ জনে। মৃতের সংখ্যা ১ হাজার ২৯৫। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২৭০ জন। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরে আছে চীন, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৩৪০। এরপরই আছে ইতালি, দেশটিতে আক্রান্ত ৮০ হাজার ৫৮৯ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্তদের মধ্যে ১ হাজার ৮৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চিকিৎসাধীন আছেন ৮০ হাজারেরও বেশি। সংকটাপন্ন অবস্থা ২ হাজার ১১২ জনের।

যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্ক অঙ্গরাজ্যের। দেশটির মোট আক্রান্তের প্রায় অর্ধেেই জনবহুল এই অঙ্গরাজ্যের। সেখানে ৪০ হাজারেরও বেশি মানুষের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের জীবাণু ধরা পড়েছে। সেখানকার হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাই নেই।