advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। এর আগে গত রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের কাঁধে। খবর বিবিসি, গার্ডিয়ানের।

boris icu

খবরে বলা হয়, গতকাল সোমবার সন্ধ্যায় করোনার লক্ষণগুলো প্রকট হয়ে ওঠে বরিস জনসনের শরীরে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ৫৫ বছর বয়সী এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর। অবস্থা আরো খারাপের দিকে গেলে রাতে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এই মুহূর্তে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।

বরিস জনসনের করোনা আক্রান্ত হওয়ার খবর তিনি নিজেই জানিয়েছিলেন এক ভিডিও বার্তায়। কভিড-১৯ পজিটিভ হওয়ার পরও সুস্থ বোধ করায় প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটেই আইসোলেশনে চলে যান তিনি। সেখান থেকে যতটা সম্ভব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে আসছিলেন। ১০ দিন এভাবেই চলছিল। ১১তম দিনে গত রোববার শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৬০৮ জন। মৃতের সংখ্যা ৩ হাজার ৭৩৯।