শতাধিক আরোহী নিয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার লাহোর থেকে করাচি যাওয়ার সময় করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সেটি বিধ্বস্ত হয়। খবর ডন।
শতাধিক আরোহী নিয়ে করাচিতে বিমান বিধ্বস্ত
তবে কী কারণে পিকে এ৩২০ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়েছে সে খবর এখনো জানাতে পারেনি দেশটির গণমাধ্যম।
সিন্ধ নিউজ বলছে, করাচির মডেল কলোনির কাছে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ৯৫ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিল।
পাকিস্তানের বিমান সংস্থাটির মুখপাত্র আব্দুল সাত্তার খোয়ার বলেন, করাচিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে ঠিক কতজন আরোহী ছিল সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। প্রাথমিকভাবে জানা গেছে, এতে ৯৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিল।