advertisement
আপনি দেখছেন

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখনো প্রাণঘাতী করোনাভাইরাসে প্রথম প্রাদুর্ভাব চলছে। একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুর পর মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হলো।

iranian people wearing maskমাস্ক পড়ে রাস্তায় ইরানি নাগরিকরা

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি বলেন, ইরানে প্রথন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয় ফেব্রুয়ারি মাসে। সে সময় রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় ভাইরাসটি ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী এলাকাগুলো তখন নিরাপদ ছিল। মে মাসের শুরুর দিকে সেখানেও ভাইরাস ছড়িয়ে পড়ে। বর্তমানে সীমান্তবর্তী এসব এলাকায় পিক টাইম চলছে।

তিনি বলেন, এটি করোনাভাইরাসের প্রথম প্রাদুর্ভাবেরই অংশ। কারণ ভাইরাসটি এখনো সব অঞ্চলে সংক্রমণ ঘটাতে পারেনি। দ্বিতীয় প্রাদুর্ভাব তখনই শুরু হবে যখন একটি এলাকায় দ্বিতীয়বার ভাইরাসটির সংক্রমণ শুরু হবে।

coronavirus picপ্রতীকী ছবি

আরব নিজের বরাতে জানা যায়, ইরানে মে ও জুন মাসের প্রথম কয়েক সপ্তাহে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেশ কমে এসেছিল। কিন্তু গত সপ্তাহে তা আবার বাড়তে শুরু করে। সোমবার দেশটিতে ১৬২ জনের মৃত্যু হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ২৫ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ হাজার ৬৭০ জন।

sheikh mujib 2020