advertisement
আপনি দেখছেন

এবার নভেল করোনাভাইরাসে (কোভিড১৯) আক্রান্ত হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি ছাড়াও তার বাবা টলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক ও স্বামী নিসপাল রানেও প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

koel mollic familyবাবার সঙ্গে কোয়েল মল্লিক- ফাইল ছবি

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কোয়েল মল্লিক নিজেই।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, গত দুই সপ্তাহ আগে তাদের সবার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরিবারের সদস্যরা সকলেই জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে তাদের অবস্থার কিছুটা অবনতি হলে সম্প্রতি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তারা। আজ শুক্রবার সেই পরীক্ষার রিপোর্ট আসলে জানা যায়, তাদের চার জনই কোভিড-১৯) আক্রান্ত।

koel mollic familyপরিবারসহ করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক

তারা সবাই বর্তমানে বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে কোয়েল মল্লিকের সন্তান আক্রান্ত কি না তা জানা যায়নি।

প্রসঙ্গত, সন্তান জন্মের পর থেকেই গলফগ্রীনের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে রয়েছেন কোয়েল।

sheikh mujib 2020