advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসের সংক্রমণের রেকর্ড হয়েছে জাপানে। বৃহস্পতিবার দেশটিতে ১২৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে চিহ্নিত হয়েছেন।

another 70 people found covid19 infected in japan ship

এর আগে বুধবারও দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছিলো। টানা দুই দিনের এই রেকর্ড সংক্রমণের ঘটনাটা টোকিও কর্তৃপক্ষকে নতুন করে ভাবতে বাধ্য করছে।

টোকিওতে বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত বলে চিহ্নিত হয়েছেন ৩৬৭ জন। এর ফলে অঞ্চলটির প্রশাসক স্থানীয় রেস্টুরেন্ট, কারাউকে বারগুলোকে তাদের খোলা থাকার সময় কমাতে বলেছে।

জাপান টাইমস নামক সংবাদ মাধ্যম জানাচ্ছে, টোকিওর গভর্নর ইউরিকো কোইকি বলেছেন রাজধানীতে জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে।

সর্বশেষ তথ্য অনুসারে জাপানে মোট আক্রান্ত হয়েছেন ৩১ হাজারের বেশি লোক। এদের মধ্যে মারা গেছেন এক হাজারের বেশি এবং এখনো চিকিৎসাধীন আছেন সাত হাজারের বেশি লোক।

sheikh mujib 2020