advertisement
আপনি দেখছেন

মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ভারতে থামছেই না। বরং প্রতিদিনই সংক্রমণের রেকর্ড তৈরি হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ফের ৯০ হাজারের বেশি মানুষকে ভাইরাসটিতে সংক্রমিত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা এ পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর ফলে সংক্রমণের তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলকে ছাড়িয়ে গেছে ভারত।

india situation worsening day by dayব্রাজিলকেও ছাড়িয়ে গেল ভারত

সোমবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, একদিনের ব্যবধানে ফের রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯০ হাজার ৮০২ জন। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২ লাখ ৪ হাজার ৬১৪ জন। 

এদিন বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার বলি হয়েছে, ১ হাজার ১৬ জন। এ নিয়ে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মোট ৭১ হাজার ৬৪২ জনের মৃত্যু হয়েছে।

india situation decreaseব্রাজিলকেও ছাড়িয়ে গেল ভারত

অন্যদিকে, ভারতে করোনায় আক্রান্তের হার যেমন বেশি তেমনি সুস্থতার হারেও রেকর্ড করেছে দেশটি। সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯ হাজার ৫৬৪ জন। এখন পর্যন্ত ভারতে মোট ৩২ লাখ ৫০ হাজার ৪২৯ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ দেশটিতে মোট আক্রান্তের ৭৭.৩১ শতাংশই সুস্থ হয়েছেন। এর ফলে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৮২ হাজার ৫৪২ জন।

এদিকে, সংক্রমণের দিক থেকে ব্রাজিলকে ছাড়িয়ে যাওয়ায় এখন ভারতের সামনে রয়েছে শুধু যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬২ লাখ ৭৬ হাজার মানুষ। আর তৃতীয় স্থানে চলে যাওয়া ব্রাজিলে করোনা রোগীর সংখ্যা ৪১ লাখ ৩৭ হাজার।