advertisement
আপনি দেখছেন

বিগত চার মাসের মধ্যে ইউরোপের দেশ জার্মানিতে একদিনে সর্বোচ্চ করোনাভাইরাসে সংক্রমণের ঘটনা ঘটেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে ২ হাজার ১৯৪ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। দেশটির রবার্ট কখ ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।

germany highest cases four monthজার্মানিতে চার মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ

রবার্ট কখ ইনস্টিটিউটের বরাত দিয়ে ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ মাসের শেষ দিক থেকে এপ্রিলের প্রথম দিক পর্যন্ত জার্মানিতে দৈনিক সংক্রমণ ৬ হাজার ছাড়িয়ে গিয়েছিল৷ এক সময় তা কমতে শুরু করলেও জুলাই থেকে আবারো বাড়তে শুরু করে৷

তবে আগস্ট থেকে আবার কমতে থাকে এবং দৈনিক গড় সংক্রমণ ২ হাজার ৩৪ জনে নেমে আসে৷ ফলে জনজীবনেও স্বস্তির ছাপ দেখা দিতে শুরু করে৷

covid 19 virus02করোনার প্রতীকী ছবি

কিন্তু বৃহস্পতিবারের তথ্যে রবার্চ কখ ইন্সটিটিউট জানিয়েছে, এপ্রিলের পর এই প্রথম জার্মানিতে দৈনিক সংক্রমণ ২ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, জার্মানিতে এ পর্যন্ত ২ লাখ ৬৫ হাজার ৮৫৭ জন কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন। আর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৩৭১ জন৷

sheikh mujib 2020