নেদারল্যান্ডের হেগে অবস্থিত সৌদি আরবের দূতাবাসের দিকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
সৌদি দূতাবাসের সামনে ডাচ পুলিশের সতর্ক অবস্থান
আজ বৃহস্পতিবার ভোর ৬টার আগে এ ঘটনা ঘটে জানিয়ে ডাচ পুলিশের মুখপাত্র স্টিভেন ভ্যান স্যান্টেন বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে তারা।
এবিসি নিউজের খবরে বলা হয়, পুলিশ অফিসাররা দূতাবাস ভবনের বাইরে বেশ কয়েকটি বুলেটের সন্ধান পেয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলো ভবনের জানালায় বুলেটের আঘাতে গর্ত হয়ে যাওয়া চিহ্ন দেখিয়েছে।
তবে হামলার উদ্দেশ্য এখনো অস্পষ্ট। ইতোমধ্যে পুলিশ সাক্ষীদের জন্য আবেদন করেছে।
সৌদি দূতাবাসের সামনে ডাচ পুলিশের সতর্ক অবস্থান
এ ব্যাপারে সৌদি দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়া হয়নি।
এর আগে সম্প্রতি সৌদি আরবে অবস্থিত ফরাসি দূতাবাসে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারণা করা হচ্ছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ফ্রান্স সরকার কর্তৃক ইসলাম বিদ্বেষ ছড়ানোর পরিপ্রেক্ষিতে এ হামলা হয়ে থাকতে পারে।
এ ছাড়া গতকাল বুধবারও সৌদি আরবের জেদ্দায় একটি অমুসলিম সমাধিস্থলে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চার জন আহত হয়েছেন। সেখানে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশের কূটনীতিকগণ উপস্থিত ছিলেন।