আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যসহ গোটা মুসলিম বিশ্বে যখন ইসলাম ধর্ম ও মহানবীর (সা.) অবমাননার জন্য ফরাসি পণ্য বর্জন করা হচ্ছে। তখন ফ্রান্সের পরিবর্তে তুর্কি পণ্য গ্রহণের আওয়াজও জোরালো হয়েছে আরব দেশগুলোতে। তবে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্ককে শায়েস্তা করতে দেশটির পণ্য ‘বয়কট’ ক্যাম্পেইন চলছে সৌদি আরবে।

erdogan vs salmanহেঁটে যাচ্ছেন তুুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান, পেছনে সৌদি যুবরাজ বিন সালমান

বিবিসির খবরে বলা হয়, গত অক্টোবর থেকে তুর্কি পণ্য আমদানির ওপর ‘অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা’ আরোপ করেছে সৌদি সরকার। দুই দেশের মধ্যকার রাজনৈতিক রেষারেষির জেরে বাণিজ্যে এমন কুপ্রভাব পড়েছে। এ নিষেধাজ্ঞার খবর উভয় দেশের গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়।

ব্রিটেনের ফাইনান্সিয়াল টাইমস বলছে, তুরস্ককে শায়েস্তা করতে অর্থনৈতিকভাবে চাপ তৈরির কৌশল নিয়েছে সৌদি আরব। এর অংশ হিসেবে তুর্কি পণ্যের জনপ্রিয় বাজার বন্ধ করতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, এটা এখন একেবারেই পরিষ্কার।

তারপরও নানা কারণে এ সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করছে না সৌদি শাসকরা। সে কারণে এটিকে অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা হিসেবে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। তবে পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি পরে স্বীকার করতে পারে, আবার নাও করতে পারে সৌদি আরব।

turkey president soudi kingসৌদি বাদশাহ সালমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান

এদিকে, সৌদি আরবে রাষ্ট্রীয় মদদে তুর্কি পণ্য বয়কটের প্রচারণা চলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের ব্যবসায়ীরা। বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক ও পর্যবেক্ষকরাও। বলা হচ্ছে, গত সপ্তাহে প্রমাণ পাওয়া যায় যে, এমন প্রচারে সৌদি সরকারের হাত রয়েছে। বিষয়টি স্পষ্ট হওয়ায় প্রচারণাটি ক্রমশ বিস্তৃত হচ্ছে।

সৌদি খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ বিভাগ (এসএফডিএ) সব ধরনের তুর্কি মাংস, মাছ, ডিম, দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানি স্থগিত করেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় তাদের রপ্তানি প্রতিষ্ঠানগুলোকে অবহিত করে।

বিবিসি জানায়, সম্প্রতি ব্যবসায়ীরা অভিযোগ করেন, তুরস্ক ও সৌদির মধ্যকার পণ্য প্রবাহকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এরপর থেকেই ‘তুরস্ক বয়কট’ ক্যাম্পেইনের প্রকাশ্য নেতৃত্ব দিচ্ছে রিয়াদ চেম্বার অব কমার্স। সৌদির সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী সমিতি হিসেবে পরিচিত এটি।

এ সমিতির প্রধান আজলান আল-আজলান চলতি বছরের গত অক্টোবরের মাঝামাঝি একটি বিবৃতি জারি করেন। তাতে ‘সৌদি নেতৃত্ব, দেশ ও জনগণের বিরুদ্ধে অব্যাহতভাবে বৈরী আচরণের’ জন্য সব ধরনের তুর্কি পণ্য বর্জনের ডাক দেন তিনি।

turkish products in saudiসৌদি আরবে তুর্কি পণ্য বর্জনের প্রচার

এরপর সৌদি চেইন সুপার শপগুলো একে একে বিবৃতি দিয়ে জানাতে থাকে, তুর্কি পণ্যের যে মজুদ রয়েছে, তা শেষ হওয়ার পর আর আমদানি করা হবে না, বিক্রিও করা হবে না। সৌদি দোকানগুলোতেও তুর্কি পণ্য বর্জনের আহ্বান সম্বলিত বড় বড় হোর্ডিং টানানো হয়েছে। মাসখানেক ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ‘বয়কট-টার্কিশ প্রোডাক্টস’ হ্যাশটাগ চালু করা হয়েছে, তা ছড়িয়ে দিতে ব্যাপক প্রচারণাও চলছে।

অবশ্য বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত এক বছরেরও বেশি সময় ধরে দেশ দুটির ব্যবসায়ীরা ধারণা করছিলেন যে, সৌদি আরব অনানুষ্ঠানিকভাবে তুর্কি পণ্য বর্জন করা শুরু করেছে। যা সাম্প্রতিক সময়ে এসে প্রবল আকার ধারণ করে।

গত জুলাই মাসে মিডল ইস্ট আই জানিয়েছিল, তুরস্ক থেকে তাজা ফলমূল এবং শাকসবজি বহন করা ট্রাকগুলোকে সীমান্তে আটকে দেয়া হচ্ছে। এগুলো পার হতে বাধা দিচ্ছে সৌদি আরব।

সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছিলেন, আরব উপ-সাগরের কিছু দেশ তুরস্ককে টার্গেট করেছে। তারা এই অঞ্চলকে অস্থিতিশীল করার নীতি অনুসরণ করছে। অবশ্য এটা ভুলে যাওয়া উচিত হবে না, যে দেশগুলোকে নিয়ে প্রশ্ন উঠেছে, গতকালও যার অস্তিত্ব ছিল না, সম্ভবত আগামীকালও থাকবে না। তবে আল্লাহর অনুমতিক্রমে তুর্কি পতাকা চিরতরে উড়তে থাকবে।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.