গত বছরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত। এরপর থেকেই উভয় দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবে সম্প্রতি ইসরায়েলে ফ্লাইট চালাতে অস্বীকার করায় তিউনিসিয়ার এক পাইলটকে বরখাস্ত করেছে এমিরেটস এয়ারলাইন্স।
এমিরেটস এয়ারলাইন্স
মনিম সাহেব তাবা নামের ওই পাইলট নিজের ফেসবুক পেজে বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বুধবার এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
মনিম সাহেব তাবা তার ফেসবুক পেজে লিখেছেন, একমাত্র সৃষ্টিকর্তা আছেন, যিনি আমার যত্ন নেন। আমি আফসোস করি না। আনুষ্ঠানিক শুনানি পর্যন্ত তাকে বরখাস্ত করা হয়েছে।
এদিকে, তার স্থগিতাদেশের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে দুবাই-ভিত্তিক বিমান সংস্থাটির নিন্দা জানাচ্ছেন অনেকে। পাশাপাশি নিজের অবস্থানের জন্য বরখাস্ত হওয়া পাইলটকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা।
২০২০ সালে মাত্র কয়েক মাসের ব্যবধানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। ইতোমধ্যে মরক্কো ছাড়া বাকি তিনটি দেশ চুক্তি স্বাক্ষর করেছে।
অন্যদিকে, তিউনিসিয়াকেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়েছিল। তবে তারা সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করেছে।