তুর্কি সমর্থিত উত্তর সাইপ্রাসে (টিআরএনসি) ২০ হাজার ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন পাঠিয়েছে তুরস্ক। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আলী পিলি।
সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন
এক বিবৃতিতে তিনি বলেন, চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিনের ২০ হাজার ডোজ স্থানীয় সময় ভোর ৫টার দিকে তুরস্ক থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমাদের দেশে এসে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার অথবা আগামী শনিবার থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু করা হবে বলে আনাদোলু এজেন্সিকে তিনি জানান।
উত্তর সাইপ্রাসের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন প্রয়োগের জন্য আমরা ইতোমধ্যে পরিকল্পনা প্রস্তুত করেছি। প্রথম পর্যায়ে মোট নয়টি কেন্দ্রে এগুলো দেয়া হবে।
সবার আগে স্বাস্থ্যকর্মীদের এই ভ্যাকসিন দেয়া হবে জানিয়ে তিনি বলেন, এরপর ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষদের এর আওতায় আনা হবে। ছোট দেশ হওয়ায় আমরা সহজেই ভাইরাসটিকে কাটিয়ে উঠতে পারবো বলে বিশ্বাস করি।
টিআরএনসির পক্ষে সমর্থনের জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকাকে ধন্যবাদ জানিয়ে আলী পিলি বলেন, বরাবরের মতো কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়েও তুরস্ক আমাদের পাশে রয়েছে।