ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করেছে তুরস্ক। ইতোমধ্যে এক লাখেরও বেশি স্বাস্থ্যসেবা কর্মীকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তথ্যটি জানিয়েছেন তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা।
ভ্যাকসিন নিচ্ছেন তুরস্কের এক স্বাস্থ্যসেবা কর্মী
এক টুইট বার্তায় তিনি বলেন, এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ প্রাপ্ত স্বাস্থ্য পেশাদারের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।
বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, কতজন টিকা পেয়েছেন, তা তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লাইভ গণনা করা হচ্ছে।
তুর্কি স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের টিকা কার্যক্রম পরিচালনা করার একটি শক্তিশালী অবকাঠামো রয়েছে।
ভ্যাকসিন নিচ্ছেন তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা
স্থানীয় সময় দুপুর ২টা অবধি সরাসরি গণনা দেখিয়েছে যে, এক লাখ ২০ হাজারেরও বেশি লোককে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা নিজেও ইতোমধ্যে ভ্যাকসিন নিয়েছেন।
এর আগে গত ৩০ ডিসেম্বর চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের উৎপাদিত ভ্যাকসিনের তিন মিলিয়ন ডোজ তুরস্কে পৌঁছায়। পর্যবেক্ষণের পর গতকাল বুধবার জরুরি ব্যবহারের জন্য এটির অনুমোদন দেয় তুরস্কের সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংস্থা।