করোনাভাইরাস নিয়ে শঙ্কার খবর দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আগামী দিনগুলোতে বিশ্বে প্রতি সপ্তাহে করোনায় মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক মাইক রায়ান
এ শঙ্কার কথা জানিয়েছেন সংস্থাটির ইমার্জেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক মাইক রায়ান। সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিষদের সভায় এই আশঙ্কার কথা জানান তিনি।
মাইক রায়ান এ সময় মহামারি পরিস্থিতির হালনাগাদ তথ্য তুলে ধরে বলেন, করোনাভাইরাসের সংক্রমণে গত সপ্তাহে গোটা বিশ্বে ৯৩ হাজার মানুষ মারা গেছে। সাম্প্রতিক সময়ে করোনায় যেসব মৃত্যুর ঘটনা ঘটছে, তার ৪৭ শতাংশই দুই আমেরিকার।
করোনাভাইরাসের প্রতীকী ছবি
ডব্লিউএইচওর এই নির্বাহী পরিচালক বলেন, পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে, সেটা একেক জায়গায় একেক রকম। পাশাপাশি পরিস্থিতি আরো জটিল করে তুলছে ভাইরাসের অতি সংক্রামক কিছু নতুন ধরন।
প্রসঙ্গত, গত শুক্রবার বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ছাড়িয়ে গেছে। এর পরের তিন দিনে আরো ৩০ হাজার মানুষ মারা গেছে। বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে সাড়ে ৯ কোটি ছাড়িয়ে গেছে।