আপনি পড়ছেন

ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস তৃতীয় মেয়াদে ক্ষমতায় টিকে যাচ্ছে! আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম জনমত সমীক্ষায় এমনটাই দাবি করা হয়েছে।

mamata banerjee 1মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মঙ্গলবার এবিপি আনন্দ ও সি-ভোটারের যৌথ এ সমীক্ষার ফলাফল দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেয়া হয়েছে। তৃণমূলের আসন কিছুটা কমলেও তারা ক্ষমতায় থাকছে। অন্যদিকে বাড়বে ক্ষমতা দখলে মরিয়া বিজেপির আসন সংখ্যা।

সমীক্ষার ফল বলছে, পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ১৫৪-১৬২টি আসন দখলে থাকবে তৃণমূল কংগ্রেসের। বিজেপি পেতে পারে ৯৮-১০৬টি আসন। এ ছাড়া বামফ্রন্ট ও কংগ্রেস জোট ২৬-৩৪টি আসনে জয় পেতে পারে। ২ থেকে ৬টি আসন পেতে পারে অন্যরা।

এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত সর্বশেষ লোকসভা ভোটে রাজ্যের ২৯৪টি বিধানসভার আসনে তৃণমূল ১৬৪, বিজেপি ১২১ এবং বাম-কংগ্রেস জোট মাত্র ৯টিতে জয়লাভ করে।

dilip ghosh 10 million bangladeshi muslims will be returnedবিজেপির পশ্চিমবঙ্গ প্রধান দিলীপ ঘোষ

এদিকে, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল ৪৩ শতাংশ, বিজেপি ৩৭ দশমিক ৫০ এবং কংগ্রেস-বাম জোট ১১ দশমিক ৮ শতাংশের মতো ভোট পেতে পারে বলে সমীক্ষায় জানানো হয়। এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূল ৪৩ দশমিক ২৮ শতাংশ, বিজেপি ৪০ দশমিক ২৫ শতাংশ এবং কংগ্রেস-বাম জোট ১২ দশমিক ৬৬ শতাংশ ভোট পায়।

সে হিসেবে সমীক্ষার ফল বলছে, এবারের বিধানসভায় ভোট কমছে তৃণমূলের ১ দশমিক ৯ এবং বাম ও কংগ্রেসের ২০ দশমিক ২ শতাংশ। এর বিপরীতে বিজেপির ২৭ দশমিক ৩ শতাংশ ভোট বাড়ছে।

এ ছাড়া ২০১৯ সালের লোকসভার হিসাবে ভোট কমছে তৃণমূলের শূন্য দশমিক ২৮ শতাংশ ও বিজেপির ২ দশমিক ৭৫ শতাংশ।

india west bengal mapভারত ও পশ্চিমবঙ্গের মানচিত্র

আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য এ নির্বাচন সামনে রেখে সবগুলো আসন থেকে ১৮ হাজার ভোটারকে সমীক্ষার জন্য বাছাই করা হয়। তাদের ওপর ৬-১১ জানুয়ারি এ সমীক্ষাটি পরিচালনা করা হয়েছে।

১৯৭৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত একটানা পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল বামফ্রন্ট। ২০১১ সালের নির্বাচনে বামদের ৩৪ বছরের শাসনের অবসান ঘটায় তৃণমূল-কংগ্রেস জোট। প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী মনোনীত হন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৬ সালের নির্বাচনে মমতার তৃণমূল এককভাবে লড়েই ঐতিহাসিক বিজয় পায়। সেবার দলটি জিতে নেয় ২১১টি আসন। বামফ্রন্টের সঙ্গে জোট গড়া কংগ্রেস পায় ৭৬টি। এর মধ্যে কংগ্রেস ৪৪ ও বামরা ৩২টি জেতে। বিজেপি জেতে মাত্র ৩টি আসনে।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.