আপনি পড়ছেন

ক্ষমতা দখলের পর জনগণের প্রতিবাদ দমনে শক্তিপ্রয়োগের পথে হাঁটছে মিয়ানমারের সেনা কৃর্তপক্ষ। এই সংস্কৃতি পরিহার করতে এবার আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ।

protests in myanmar unমিয়ানমারে রাস্তায় সাঁজোয়া যান, জাতিসংঘের লোগো

সংস্থাটির বিশেষ দূত শানার বার্জেনার সতর্ক করে বলেছেন, বিক্ষোভ দমনে কোনো ধরনের বলপ্রয়োগ করা হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।

বিবিসি জানায়, সেনা কর্তৃপক্ষের আদেশে টানা দুই রাত মিয়ানমারের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল সোমবার মধ্যরাত থেকে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ রয়েছে।

শানার বলেন, শান্তিপূর্ণভাবে সমাবেশ করা দেশটির জনগণের অধিকার। সেনা কর্তৃপক্ষকে এর প্রতি অবশ্যই পুরোমাত্রায় সম্মান দেখাতে হবে। বিক্ষোভ দমনে প্রতিহিংসাপরায়ণ যে কোনো পদক্ষেপ অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে।

protests in myanmar 2মিয়ানমারে বিক্ষোভ -ফাইল ছবি

অভ্যুত্থান-পরবর্তী মিয়ানমারে যা ঘটছে, তা সারা বিশ্ব দেখছে উল্লেখ করে তিনি বলেন, সেনারা কঠোর পদক্ষেপ নিলে মারাত্মক পরিণতি হতে পারে।

এদিকে, জাতিসংঘ মুখপাত্র ফারহান হকের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, মিয়ানমারের সেনা কর্তৃপক্ষের দ্বিতীয় শীর্ষ কর্তাকে ফোন করে সংস্থাটির কঠোর অবস্থান জানিয়েছেন শানার বার্জেনার।

দ্বিতীয় শীর্ষ কমান্ডার সোয়ে উইনের সঙ্গে জাতিসংঘের দূতের আলোচনার কথা স্বীকার করে মিয়ানমার সেনাবাহিনী বলছে, প্রশাসনিক পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। এখানকার সত্যিকার পরিস্থিতির তথ্য জানানো হয়েছে।

এর আগে মিয়ানমারের জনগণের প্রতিবাদ দমনে শক্তি প্রয়োগের সংস্কৃতি পরিহারের আহ্বান জানায় জাতিসংঘ মানবাধিকার পরিষদ। সংস্থাটির উপ-হাইকমিশনার নাদা আল-নাশিফ বলেন, মিয়ানমারের প্রতিবাদীদের ওপর মানবাধিকার লঙ্ঘনের দিকে গোটা বিশ্বের নজর রয়েছে। বিশ্ব সবই দেখছে, সেখানে কী হচ্ছে।

go armored in myanmarবিক্ষোভ দমনে সহিংসতা -ফাইল ছবি

অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারের বিভিন্ন রাজ্যে চলমান বিক্ষোভের দশম দিনে এসে তাদের দমনে ইন্টারনেট বন্ধ করে দিয়ে রাস্তায় সাঁজোয়া যান নামায় সেনাবাহিনী।

গতকাল কাচিন রাজ্যের রাজধানী মিতকিনায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানো হয়।

গত ১ ফেব্রুয়ারি ভোরের আলো ফোটার আগেই মিয়ানমারে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে। এতে উৎখাত হয় অং সাং সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সরকার। আটক করা হয় সু চি ও প্রেসিডেন্টসহ অনেক নেতাকে।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.