দেশভাগের পর থেকেই দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের মধ্যে চিরবৈরিতা সম্পর্ক বিরাজমান। মাঝেমধ্যে কিছুটা ভালো মনে হলেও সেটা কেবল সাময়িক সময়ের জন্য। বর্তমান মোদি সরকারের আমলে এসে সেই সম্পর্কে যেন আরো ঘা লাগে। যার সর্বশেষ পেরেক ঢুকে ২০১৯ সালের শুরুর দিকে কাশ্মিরের পুলওয়ামা হামলার পর।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
তখন থেকেই দেশ দুটির মধ্যকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে। বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি আকাশসীমাও বন্ধ করে দেয়া হয়। ফলে কোনো গন্তব্যে যেতে হলে একে অপরের আকাশসীমা ব্যবহার করতে পারতো না। অনেকটা দীর্ঘ পথ ঘুরে যেতে হতো।
তবে এবার এমন কঠোর সিদ্ধান্ত থেকে সরে আসলো ভারত। তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে। আজ সঙ্গলবার সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
সেখানে বলা হয়, মঙ্গলবার প্রথমবারের মতো শ্রীলঙ্কা সফরে যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আকাশপথ ব্যবহারের অনুমতি পাওয়ায় এখন তিনি ভারতের উপর দিয়েই যেতে পারবেন।
অবশ্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এখনও পাকিস্তানের আকাশপথ ব্যবহার বন্ধ রয়েছে। ২০১৯ সালে এ সিদ্ধান্ত নেয় ইমরান খান সরকার।