advertisement
আপনি দেখছেন

ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত বলেছেন, প্রযুক্তির সক্ষমতার দিক থেকে নয়াদিল্লির চেয়ে এগিয়ে রয়েছে বেইজিং। তাছাড়া ভারতে সাইবার হামলা চালাতেও চীন সক্ষম বলে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান।

bipin rawat indiaভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল বুধবার দেশটির বিবেকানন্দ আন্তর্জাতিক ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাওয়াত।

ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বলেন, নতুন প্রযুক্তিতে চীনের ব্যাপক বিনিয়োগের ইচ্ছার কারণেই দুই প্রতিবেশী দেশের সাইবার স্পেসে এমন অসমতা তৈরি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই ব্যবধান আরো বেড়ে গেছে।

india china conflictভারত ও চীনের পতাকা

চীনের সাইবার সক্ষমতার বিষয়ে বিপিন রাওয়াত বলেন, ভারতের সাইবার জগতে হামলা চালাতে সক্ষম চীন। তাছাড়া আমাদের অনেক বড় সিস্টেম নষ্ট করে দিতে পারে তারা।

বিপিন রাওয়াত আরো বলেন, আধুনিক প্রযুক্তির দৌড়ে ভারতের সেনা ও বিমানবাহিনীর চেয়ে এগিয়ে রয়েছে নৌবাহিনী।