আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যের চিরবৈরি দেশ ইরান ও ইসরায়েল। দীর্ঘদিন ধরে দেশ দুটি ছায়া যুদ্ধে লিপ্ত। সম্প্রতি তাদের এ যুদ্ধ প্রকাশ্যে এসেছে এবং গোটা অঞ্চলে উত্তাপ ছড়াচ্ছে।

israel pm and us defence ministerইসলায়েলের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী (বামে)

ইরান পরমাণু সমৃদ্ধকরণে সপ্তাহের শুরুতে নাতাঞ্জ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে অত্যাধুনিক সেন্ট্রিফিউজ স্থাপন করে। এরপরই সেখানে রহস্যময় বিস্ফোরণ ঘটে। বিষয়টিকে ‘স্যাবোটাজ’ আখ্যায়িত করে তেহরান ইসরায়েলকে দায়ী করেছে।

ইসরায়েল এখন পর্যন্ত প্রকাশ্যে এ ঘটনায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেনি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংবাদমাধ্যম সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, নাতাঞ্জ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের তত্ত্বাবধানে হয়েছে। এরপরই তেহরান এ ঘটনার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।

বিবিসি বলছে, নাতাঞ্জে বিস্ফোরণ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ইরান ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে যে ছায়া যুদ্ধ করে আসছে, তারই ধারাবাহিক পদক্ষেপ এটি, যাকে সতর্কতার সঙ্গে ঢিলের জবাব পাটকেল বলা যায়।

বিশ্লেষকরা বলছেন, নাতাঞ্জের ঘটনা বিপজ্জনক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। আর শেষ পর্যন্ত দেশ দুটি সর্বাত্মক যুদ্ধে জড়ালে উভয় জাতি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। আর এ ছায়া যুদ্ধ ঘিরে বিশ্ব তিনটি ফ্রন্টে বিভক্ত হয়ে পড়বে।

inran neclear power stationইরানের পারমাণবিক স্থাপনা

ইসরায়েল কখনোই বিশ্বাস করে করে না, ইরান তার পরমাণু কর্মসূচি জনগণের জন্য শান্তিপূর্ণভাবে করবে। মূলত যুদ্ধাস্ত্র তৈরির জন্য তেহরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে তারা অভিযোগ করে আসছে। গত সোমবারও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সফর ঘিরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘মধ্যপ্রাচ্যে ইরানের চেয়ে ভয়ানক হুমকি ও ধর্মান্ধ শাসন আর নেই। তারা কখনো পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি বন্ধ করবে না। আর এতে সফল হলে গোটা বিশ্বই হুমকিতে পড়বে।’

ইতোমধ্যে ইসরায়েল ইরানের এ কর্মসূচি সংশ্লিষ্ট একাধিক বিজ্ঞানী ও বিপ্লবী গার্ডের সদস্যকে হত্যা করেছে বলে দাবি তেহরানের। ভবিষ্যতে হয়তো এ প্রচেষ্টা আরও বাড়বে।

সম্প্রতি সাগর পথে বিস্ময়কর কিছু ঘটনা ঘটেছে। ওমান সাগরে ইসরায়েলের মালিকানাধীন জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং এজন্য ইরানের বিপ্লবী গার্ডকে দোষারোপ করে তেল আবিব। তবে ইরানও বিষয়টি অস্বীকার করেনি। এরপর এ মাসে দক্ষিণ লোহিত সাগরে থাকা ইরানি জাহাজ সাভিজ পর্বতের ক্ষতিসাধন করে। সৌদি আরব এবং ইসরায়েলের বিশ্বাস, সাভিজ ইরান সমর্থিত ইয়েমেনের হুথিদের পক্ষে কৌশলগত কাজ করে। জাহাজটিতে স্পিডবোট, মেশিনগান ও স্পর্শকাতর যোগাযোগের উপাদান শনাক্ত হয়েছে, যেটিকে হামলার জন্য মজুত করা হয়েছে বলে অভিযোগ করে ইসরায়েল। তবে ইরান দাবি করেছে, এর সবকিছুই শান্তি প্রতিষ্ঠার কাজে ব্যবহার করা হয়।

এ ছাড়া ইরানের কারণে সিরিয়া ও লিবিয়া আরও শক্তিশালী হবে। এক দশক ধরে সিরিয়া ইসরায়েল সীমান্তের গোলান মালভূমি নিয়ে যুদ্ধ করে আসছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছে লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে এ ফ্রন্টে যুদ্ধ আরও মারাত্মক হতে পারে।

ইন্টারন্যশনাল ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিসের (আইআইএসএস) সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ জন রাইনি বলেন, ‘ইসরায়েলের দক্ষ গোয়েন্দাদেরও প্রক্সি যুদ্ধের মাধ্যমে ইরানকে অকার্যকর করতে হবে। ইরান অবশ্য সরাসরি যুদ্ধ এড়িয়ে ইরায়েলকে শায়েস্তা করতে হিজবুল্লাহ, হুথি ও সিরিয়াকে ব্যবহার করবে। আর এটি করতে তাদের পরমাণু অস্ত্রের ওপর নির্ভর করতে হবে।’

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.