advertisement
আপনি দেখছেন

করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। আর মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই রয়েছে দেশটি। এতদিন ম্যাক্সিকো ছিলো মৃত্যুর দিক থেকে তৃতীয়। আজ সোমবার (৩ মে) ওয়ার্ল্ডওমিটারের তথ্যে দেখা গেছে, মেক্সিকোকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত।

india corona

ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। আজ সোমবার প্রকাশ করা দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় (২ মে) ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জনের শরীরে করোনা শানাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৩ হাজার ৪১৭ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ১৮ হাজা ৯৫৯জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, করোনায় মৃত্যুর দিক থেকে এতদিন তৃতীয় স্থানে ছিলো মেক্সিকো। মেক্সিকোতে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ১৭ হাজার ১৬৮। গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৩ হাজার মরদেহ নিয়ে মেক্সিকোকে টপকে তৃতীয়তে উঠে আসে ভারত।

মৃত্যুর দিক থেকে ভারতের উপরে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৭ হাজার ৭৭৫জন। ৫ লাখ ৯১ হাজার ৬২জন মৃতের বোঝা কাঁধে নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।