advertisement
আপনি দেখছেন

মেক্সিকোয় ভয়াবহ মেট্রো ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৭০ জন। দেশটির রাজধানী মেক্সিকো সিটির দক্ষিণে মেট্রোরেলের ব্রিজ ধসে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

mexico train accident home

বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে যে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার দিবাগত রাত ১১টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধসে পড়ার পর পার্শ্ববর্তী আরেকটি ট্রেন লাইনচ্যুত হয় এবং অলিভস স্টেশনে আঘাত করে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় মিলেনিও টেলিভিশন চ্যানেলে দুর্ঘটনার একটি ভিডিও প্রচার করা হয়। সেখানে দেখা যায়, মেট্রোর ১২ লাইনটি ট্রেনসহ ভেঙে নিচে থাকা গাড়ির ওপর পড়তে দেখা যায়।

mexico train accident

মেক্সিকো সিটির মেয়র ক্লাউডিয়া শেইনবাম রয়টার্সকে বলেন, মেট্রো ট্রেন দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। ভেঙে পড়া অংশের নিচে এখনো একটি গাড়ি আটকে রয়েছে।