advertisement
আপনি দেখছেন

প্রাণঘাতী করোনা মহামারির সংক্রমণ নিয়ন্ত্রণে আকাশ পথে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয় এক বছরেরও বেশি সময় আগে। কিছু কিছু দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেও কমেছে যাত্রীর সংখ্যা। অনেক দেশে এখনো রয়ে গেছে দীর্ঘস্থায়ী এই নিষেধাজ্ঞা। এতে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে বিমান সংস্থাগুলো।

emirates airlines 01এমিরেটসের ফ্লাইট, ফাইল ছবি

এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিমান সংস্থা এমিরেটসের এক বছরে ক্ষতি হয়েছে ৫৫০ কোটি মার্কিন ডলার। এতে রাজস্ব আয় কমেছে ৬৬ শতাংশেরও বেশি।

এমিরেটস বলেছে, এক বছরে যাত্রী ও কার্গো ক্যাপাসিটি কমে গেছে ৫৮ শতাংশ। লাভ কমলেও ২৮ কোটি ৮০ লাখ ডলার মুনাফা করেছে তারা।

corona 21thousandকরোনাভাইরাস, প্রতীকী ছবি

২০২০ সালের মার্চ থেকে চলমান ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এক বছরে সংস্থাটির রাজস্ব আয় ৮৪০ কোটি ডলার কমেছে। গত ৩০ বছরের মধ্যে এই প্রথম লোকসানের মুখে পড়লো সম্পদশালী এমিরেটস। খবর আইরিশ এক্সামিনারের।