advertisement
আপনি দেখছেন

সিঙ্গাপুর পুলিশ বাহিনী (এসপিএফ) সোমবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে, ২৮ থেকে ৩৯ বছর বয়সী ছয় নারীকে ম্যাসেজ পার্লারে যৌন সেবা প্রদান বা বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। খবরটি দিয়েছে দ্য স্ট্রেইটস টাইম।

women arrested singaporeপার্লারে যৌন সেবা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ছয় নারী

গত মঙ্গলবার ও বৃহস্পতিবার কিম কিট লেন, টার্ফ ক্লাব রোড এবং সোফিয়া রোডে অবস্থিত তিনটি ম্যাসেজ পার্লারে পুলিশের অভিযানের পর তাদের গ্রেফতার করা হয়। তিনটি আউটলেটের মধ্যে একটির বৈধ লাইসেন্স নেই ও একটি প্রতিষ্ঠানে ম্যাসেজ পরিষেবা সরবরাহের নামে যৌন সেবা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

অবৈধভাবে ম্যাসেজ পরিষেবা প্রদানের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের ১০ হাজার ডলার করে জরিমানা ও দুই বছরের কারাদণ্ড হতে পারে। একই অপরাধ পুনরায় সংঘটিত হলে ২০ হাজার ডলার জরিমানা ও পাঁচ বছর পর্যন্ত জেল অথবা উভয় দণ্ড হতে পারে।

একটি খবরে বলা হচ্ছে, সিঙ্গাপুরের রাস্তাঘাট নিরাপদ হলেও যত্রতত্র গড়ে উঠেছে ম্যাসেজ পার্লার। এসব পার্লারে ম্যাসেজ সেবার নামে অবৈধ কার্যক্রম চলে আসছে বহুবছর ধরে। করোনাকালেও এই অবৈধ কার্যক্রম দেদার চলছে। আর এসব অপরাধ বেশিরভাগ সময় নারীদের দিয়েই করানো হয়।