advertisement
আপনি দেখছেন

তাইওয়ানে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির সরকার। এ ছাড়া এ ঘটনায় অর্ধ শতাধিক লোক আহতের কথা জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এর আগে প্রাথমিকভাবে ২৫ জন নিহতের খবর জানায় স্থানীয় ফায়ার বিভাগ।

taiwan fir kelled 46 confirmedঅগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু নিশ্চিত করল তাইওয়ান সরকার

রয়টার্স বলছে, শহরের মেয়র চেন চাই-মাই জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জন নিহত হয়েছেন। ৪০ বছরের পুরনো ভবনটির একাংশ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, যেখানে আগে রেস্টুরেন্ট, লাউঞ্জ ও সিনেমা হল ছিল। এ ছাড়া অগ্নিকাণ্ডের কারণও সরকার খতিয়ে দেখছে বলে জানান তিনি।

এর আগে ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় অনুযায়ী আজ বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ভোর ৩টার দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরের একটি ১৩ তলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক বিবৃতিতে স্থানীয় দমকল বিভাগ জানায়, ভবনটিতে লাগা আগুন অত্যন্ত ভয়াবহ ছিল এবং বেশ কয়েকটি ফ্লোর প্রায় পুড়ে ধ্বংস হয়ে গেছে।

taiwan fir kelled 25 malti stored buildingঅগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু নিশ্চিত করল তাইওয়ান সরকার

কাওসিউং শহরের দমকল বিভাগের প্রধান লি চিং-হসিউ ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, সরাসরি ১৩টি মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও ৫৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, যার মধ্যে অন্তত ১৪ জনের শরীরে জীবিত থাকার কোনো লক্ষণ পরিলক্ষিত হয়নি।

স্থানীয় ফায়ার বিভাগের কর্মকর্তা লি চিং-হসিউ আরও জানান যে, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়ে যেতে পারে। দমকল বিভাগের কর্মীরা এখনো অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন বলেও ওই সময় জানান তিনি।