গোলাগুলির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের বার্মিংহ্যামে। জানা গেছে আজ রাজ্যটির পাবলিক হাউজিং প্রকল্পের এক শান্তি সমাবেশে এই গোলাগুলি হয়। এতে একজন নিহত হওয়াসহ পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে পাওয়া গেছে এ খবর। সকাল দশটা নাগাদ সেখানে সমাবেশের জন্য মানুষজন জড়ো হতে থাকে। ঠিক এ সময়েই হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠে বার্মিংহ্যামের আকাশ। লোকজন দিকশূন্য হয়ে এদিকে ওদিক ছুটতে থাকলে এতেও বেশ কজন আহত হয়েছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে বার্মিংহ্যাম পুলিশের মুখপাত্র সার্জেন্ট ব্রায়ান শেলটন স্থানীয় গণমাধ্যমকে জানান, হঠাৎ করেই এ গোলাগুলি শুরু হয়। তবে তৎক্ষনাৎ সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। গোলাগুলির এই ঘটনায় নিহত ও আহত হওয়া সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ বলেও জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র।
ওই মুখপাত্র আরো জানান, কমিউনিটির লুইস পার্কে একটি শান্তি সমাবেশ শেষ হওয়ার আধ ঘণ্টা পর গোলাগুলি শুরু হয়। এ ঘটনায় আহতদের কারো আঘাতই তেমন গুরুতর নয়। তবে এ ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ।