নিউমোনিয়া শনাক্তের পর সুস্থ হয়ে উঠেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। তার সুস্থতা নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক। ধারণা করা হচ্ছে, আজই নির্বাচনী প্রচার অভিযানে ফিরতে পারেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প, নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের প্রার্থী তার স্বাস্থগত তথ্য প্রকাশ করার পরই হিলারির প্রচারণা দল তার নিউমোনিয়ার হালানাগাদ তথ্য প্রকাশ করলো।
সুস্থ হওয়ার খবর বের হলেও আপাতত চিকিৎসকের তত্ত্বাবধানে থেকেই নিজের কাজ চালিয়ে যাবেন হিলারি। অসুস্থ হয়ে পড়লেও তার মানসিক অবস্থা বেশ ভালো আছে বলে জানা গেছে।
চলতি মাসের ১১ তারিখে টুইন টাওয়ার হামলায় নিহতদের স্মরণের এক অনুষ্ঠানে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন হিলারি। পরে ডাক্তারি পরীক্ষায় জানা যায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। এরপর থেকেই তার দলের মধ্যে তাকে নিয়ে উদ্বেগ বাড়ছিলো।
তবে তার চিকিৎসক বলছেন, হিলারির স্বাস্থ্য চমৎকার। তিনি অ্যান্টিবায়োটিক গ্রহণ করে দ্রুতই সুস্থ হয়ে উঠছেন এবং প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্যও তিনি প্রস্তুত।