advertisement
আপনি পড়ছেন

বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তানেও বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে যে সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে, তা একদিনের হিসাবে বিগত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

pakistan covid situation worseningপাকিস্তানে করোনার টিকাদান কর্মসূচি, জিও টিভি

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার, ২১ জানুয়ারি, পাকিস্তানে ৭ হাজার ৬৭৮ জনক নতুন করে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত করা হয়েছে। এর আগে ২০২০ সালের ১৩ জুন দেশটিতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছিল। ওই দিন দেশটিতে ৬ হাজার ৮২৫ জনকে করোনায় আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়।

পাকিস্তানে কোভিড-১৯ বিষয়ক ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার জানিয়েছে, গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে করোনা পজিটিভ হওয়ার হার বেড়ে ১২ দশমিক ৯৩ শতাংশে পৌঁছেছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে।

pakistan covid situation worsening innerকরাচির একটি মসজিদে শুক্রবারের জুমার নামাজ, ছবি- আল জাজিরা

দেশটির স্বাস্থ্য বিভাগের অধীনস্ত এ সংস্থাটি আরো জানায়, বর্তমানে পাকিস্তানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়েছে এবং ইতোমধ্যে ৫৭ হাজার ছাড়িয়ে গেছে। এদের মধ্যে ৯৬১ জনের অবস্থা গুরুতর। দেশটির করাচিতে করোনা শনাক্তের হার সবচেয়ে বেশি। সেখানে শনাক্তের হার ৪৫ দশমিক ৪৩ শতাংশ।