ব্রিটেনের রাজধানী লন্ডনে এক খ্রিস্টান তরুণী পবিত্র ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। এরপর গ্যাব্রিলা নামের ২২ বছর বয়সী ওই নারী নিজের নাম রেখেছেন ফাতেমা। সম্প্রতি লন্ডনের একটি ইসলামিক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ইসলাম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পর গ্যাব্রিলা থেকে ফাতেমা হলেন ব্রিটিশ তরুণী
জানা যায়, প্রিয় নবী হজরত মুহাম্মাদ সা.-এর অত্যন্ত স্নেহের কন্যা ফাতেমা রা.-এর জন্ম বার্ষিকী উপলক্ষে লন্ডনের ওই ইসলামিক সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তিনি মুসলমান হওয়ার ঘোষণা দেন। এ সময় নিজেই তার নাম হিসেবে ফাতেমা নামটি বেছে নেন তিনি।
পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাতেমা নামটি বেছে নেওয়ার পর গ্যাব্রিলা বলেন, নিজের জন্য এই নামটি বেছে নিতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। মহীয়সী নারী হজরত ফাতেমা রা.-কে সব মুসলমানই নিজের আদর্শ হিসেবে অনুসরণ করতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।
ইসলাম গ্রহণের পর গ্যাব্রিলা থেকে ফাতেমা হলেন ব্রিটিশ তরুণী
ইসলামের ছায়াতলে প্রবেশের পর ব্রিটেনের খ্রিস্ট ধর্মীয় ওই তরুণী আরো বলেন, তিনি যখন প্রথম দিন পবিত্র কুরআন পড়েন, তখনই নিজের মধ্যে প্রশান্তি অনুভব করেন। পবিত্র কুরআনে রয়েছে শান্তির বার্তা। তার জীবনে পবিত্র কুরআন অনেক বড় প্রভাব ফেলেছে বলেও উল্লেখ করেন নওমুসলিম ফাতেমা।