আপনি পড়ছেন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উড়ি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৭ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে পাক-ভারত সীমান্তে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরপর বৃহস্পতিবার ভারতে ‘সার্জিক্যাল স্ট্রাইকসের' কারণে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সীমান্তে যুদ্ধংদেহী অবস্থানে দুই দেশ। ফলে স্বভাবতই আলোচনায় শক্তিশালী এই দুই দেশ যুদ্ধে নামলে কী হতে যাচ্ছে; বিভিন্ন গণমাধ্যম এবং গবেষণা প্রতিষ্ঠান তার একটি অনুমান করার চেষ্টা করছে। 

if pakistan india involved in a war 200 crore people might be die

অর্থনৈতিক ক্ষতি: ভারত-পাকিস্থান যুদ্ধ শুরু হলে দু'পক্ষই দু'দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোকে টার্গেট করবে। ফলে মারাত্মক ক্ষতিগ্রস্থ হবে অর্থনৈতিক সেক্টর। বন্দরগুলোতে চলবে নৌ অবরোধ। ফলে ব্যবসা-বাণিজ্যে এর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়ে যাবে। দুই দেশের স্টক মার্কেটেও পড়বে মারাত্মক নেতিবাচক প্রভাব। পাকিস্তান ও ভারত থেকে বিভিন্ন রাষ্ট্র তাদের বিনিয়োগ প্রত্যাহার করে নিবে।

যদ্ধের কারণে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহায়তা আসা বন্ধ হবে। এক হিসাব মতে- যুদ্ধের জন্য ভারতের ব্যায় হবে প্রতিদিন ৫০ বিলিয়ন রুপি বা ৫,০০০ কোটি রুপি। ফলে দেশটির বাজেট ঘাটতি বাড়বে শতকরা ৫০ ভাগ। যুদ্ধ চালিয়ে নিতে পাকিস্তানকে অপর্যাপ্ত সম্পদ থেকে নতুন করে বরাদ্দ দিতে হবে। যুদ্ধ শেষ হলেও সেই ধাক্কা সামলাতে দুই দেশকে অনেক ঝক্কি পোহাতে হবে।

কূটনৈতিক ক্ষতি: যুদ্ধের প্রভাব পড়বে সীমান্ত বাণিজ্য, ক্রীড়া এবং পর্যটন সেক্টরে। সীমান্তে চোরাচালান বাড়বে। ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট সম্পর্কের আরো অবনতি ঘটবে। পাশাপাশি সীমান্ত এলাকায় ভারত ও পাকিস্তানের আত্মীয়-স্বজনদের দেখা সাক্ষাতের সুযোগ কমে যাবে। এছাড়া, রোগী ও তীর্থযাত্রীদের জন্য দু দেশ সফর করা কঠিন হয়ে পড়বে। যুদ্ধের প্রথমে দু দেশের কূটনীতিকরা হয়রানির শিকার হবেন। আন্তর্জাতিক চুক্তির অধীনে কূটনীতিকরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন। দুই দেশই আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে যাবে।

bsf in indian boarder

স্বাস্থ্যখাতের ক্ষতি: যুদ্ধে জনস্বাস্থ্য খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে। যুদ্ধের সময় এবং তার আগে-পরে দু দেশের জনগণের মধ্যে মানসিক উদ্বেগ, অবসাদগ্রস্ততা দেখা যাবে। যুদ্ধের পর দেশ পুনর্গঠন হলেও মানসিক স্বাস্থ্যের বিষয়টি উপেক্ষিত থাকবে। যার সুদূর প্রসারি প্রভাব পরবে ভবিষ্যত প্রজন্মের ওপর।

মারা যাবে কোটি কোটি মানুষ: উভয় দেশই পরমাণু শক্তিধর দেশ। যদি তারা পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে কোটি কোটি মানুষ মারা যেতে পারে। পরমাণু বোমার বিস্ফোরণে, বোমা বিস্ফোরণের পর সৃষ্ট আগুন এবং তেজস্ক্রিয়তার যন্ত্রণাদায়ক হবে তাদের মৃত্যু। আবাদি জমিগুলো উপযোগিতা হারাবে। পরিবেশ দুষণ এবং আবহাওয়ার পরিবর্তনে বিশ্বের ২০০ কোটি মানুষ ভয়াবহ ক্ষুধার মুখে পড়বে। কোটি কোটি মানুষের প্রাণহানি ঘটবে। যারা বেঁচে থাকবেন তারা শারীরিক ক্ষত নিয়ে বাঁচবেন। জাপানের হিরোশিমা-নাগাশাকি শহরের চাইতেও ভয়াবহ পরিস্থিতি হতে পারে।

আপনি আরো পড়তে পারেন

পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ

নওয়াজ শরীফ: নাগরিকদের নিরাপত্তার জন্য সবই করবে পাকিস্তান

যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেয়নি রাশিয়া, বোমা হামলা চলবে

ইমরান খান: প্রধানমন্ত্রীকে শেখাবো কীভাবে মোদিকে জবাব দিতে হয়

৯/১১ সংক্রান্ত বিল পাশে উদ্বিগ্ন সৌদি আরব

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.