ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের হিমালয় অঞ্চলে নির্মানাধীন টানেলের একটি অংশ ধসে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা শনিবার আরও নয়জন শ্রমিকের মৃতদেহ খুঁজে পেয়েছেন। এর আগে শুক্রবার একজনের মৃতদেহ পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ভয়েস অব আমেরিকা।
কাশ্মিরে টানেল ধসে নিহত ১০
বৃহস্পতিবার রাতে দক্ষিণ রামবান জেলায় টানেলের একটি অংশ ধসে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা আমির আলি। জরুরি বিভাগের কর্মীরা ধ্বংসাবশেষ সরানো এবং আটকে পড়া শ্রমিককে খুঁজে বের করতে কাজ করে যাচ্ছেন।
কর্মকর্তারা জানান, যে অংশটি ধসে পড়েছে সেটি একটি অ্যাপ্রোচ টানেল, যা বায়ুচলাচল এবং প্রধান টানেলে সরঞ্জাম সরবরাহের জন্য ব্যবহার হতো। টানেলটি কাশ্মিরের দুটি প্রধান শহর শ্রীনগর এবং জম্মুকে সংযুক্ত করেছে।