advertisement
আপনি পড়ছেন

এ বছর অর্থাৎ ২০২২ সালের পবিত্র হজ পালিত হবে আগামী ৮ জুলাই। বুধবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষিতে সৌদি আরব এ ঘোষণা দেয়। হজের মাস হিসেবে পরিচিত জিলহজ মাস ইসলামিক বা হিজরি ক্যালেন্ডারের দ্বাদশ বা সর্বশেষ মাস। খবর গালফ নিউজ।

moon of jilhajjসৌদিতে দেখা গেছে জিলহজের চাঁদ

খবরে বলা হয়, সৌদি আরবের তামির অবজারভেটরি থেকে জিলহজের চাঁদ দেখা গেছে। সে হিসেবে সৌদিতে জিলহজ মাস শুরু হবে ৩০ জুন বৃহস্পতিবার। নিয়মানুযায়ী ৯ জিলহজ (৮ জুলাই) হজের মূল কার্যক্রম ‘ইয়াওমে আরাফা’ বা আরাফাত দিবস পালিত হবে। এ দিন হাজীরা ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হন।

সোদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ১০ জিলহজ (৯ জুলাই)। হজ কার্যক্রম শেষ হবে ১১ জিলহজ (১০ জুলাই)। ইসলামের ইতিহাসে ঈদুল আজহা ত্যাগের উৎসব হিসেবে পরিচিত।

day of arafahআরাফা দিবস, ফাইল ছবি

করোনা মহামারির কারণে গত দুই বছর সৌদিআরবে কোনো বিদেশি হজযাত্রীর যাওয়ার সুযোগ হয়নি। করোনার প্রকোপ কমে আসায় এ বছর সৌদি কর্তৃপক্ষ হজের অনুমতি দেয়। এ বছর মোট ১০ লাখ মানুষকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে ৩০ জুন বৃহস্পতিবার বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। চাঁদ দেখা গেলে ১০ জুলাই রোববার পবিত্র ঈদুল আজহা পালিত হবে। আর তা না হলে ১১ জুলাই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।