আপনি পড়ছেন

দুই মুসলিম বন্ধু পবিত্র হজ পালন করতে সাড়ে ৩ হাজার কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিতে যাচ্ছেন। তিন মহাদেশের ছয়টি দেশ পাড়ি দিয়ে তারা পবিত্র মক্কা নগরীতে পৌঁছবেন।

biker to perform hajj

আইনজীবী সেনাদ ইদ্রিসি এবং ইমাম আমির আসলানি দক্ষিণ মেসিডোনিয়ার তিতোভো এলাকা থেকে তাদের ভ্রমণ শুরু করেন। ইতোমধ্যে তারা তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। খবর: ডেইলি সাবাহ।

দুই বন্ধু নিজেদের এই ঐতিহাসিক ভ্রমেণে একটি ক্যামেরা সঙ্গী করেছেন। তারা পরবর্তী প্রজন্মের জন্য এই স্মৃতি রেখে যাতে চান।

আনাদোলু এজেন্সিকে ইদ্রিসি বলেন, হযরত মুহাম্মদ (সা.) কে এবং ইসলামের প্রাথমিক যুগে মুসলিমরা যে পায়ে হেঁটে হজ পালন করতে যেতেন, সেটা অনুধাবন করার উদ্দেশ্য থেকেই তারা সাইকেলে চড়ে হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এই ভ্রমণের জন্য দুই বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলেন দুই বন্ধু। পরিবারের সদস্যরাও তাদের সমর্থন করছেন। মেসিডোনিয়ার অনেকে সামাজিক মাধ্যমে তাদের এই ভ্রমণ অনুসরণ করছেন।

ইস্তাম্বুলে পৌঁছালেও পবিত্র মক্কা নগরীতে পৌঁছাতে তাদের আরও ৪০ থেকে ৪৫ দিন লাগবে। ফেরীতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মিশর ও জর্ডান হয়ে তারা সৌদি আরবে প্রবেশ করবেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর