দেশের বাজারে প্রথমবারের মতো ৮ জিবি র‌্যামের রেডমি নোট ১১ স্মার্টফোন উন্মোচন করেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। রেডমি নোট ১০ এর তুলনায় ডিভাইসটিতে বেশকিছু আপগ্রেড থাকছে। যার মধ্যে রয়েছে- মেমোরি, ক্যামেরা সিস্টেম, চার্জিং স্পিড, ডিসপ্লে এবং এসওসি। অনেকটা ফ্ল্যাগশিপ লেভেলে পারফরম্যান্সে শাওমির ফোন এই ফোনটি।

redmi note 11রেডমি নোট ১১

ডিজাইন ও ডিসপ্লে: ফোনটিতে রয়েছে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডট ডিসপ্লে। রিফ্রেশ রেট ৯০ হার্জ। রয়েছে অ্যামোলেডের পথিকৃৎ ফিচার ডিসিআই-পি৩ ওয়াইড কালার গামুট, ডিসপ্লে ভাইব্রান্ট কালার যা দিনের আলোতেও স্ক্রিন দেখতে সমস্যা হবে না। ফোনটির উপরে ও নিচের দিকে দেওয়া হয়েছে দুটি সুপার লাইনার স্টেরিও স্পিকার, যা আপনাকে দেবে অসাধারণ অডিও এবং ভিডিও দেখার অভিজ্ঞতা।

পারফরম্যান্স: ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। পাওয়ার সেভিংস ৬ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি থাকায় ফোনটি দেবে শক্তিশালী পারফরম্যান্স। দ্রুতগতির কোয়ালকম অ্যাড্রেনো ৬১০ জিপিইউ ডিভাইসটির পারফরম্যান্স নিশ্চিত করবে। ৮ জিবি র‌্যাম থাকায় অ্যাপ্লিকেশন সুইচ করার সময় দুর্দান্ত অভিজ্ঞতা পাওয়া যাবে। রম ১২৮ জিবি।

সফটওয়্যার: অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক নতুন মিইউআই ১৩ এর দেখা মিলবে রেডমি নোট ১১ ফোনটিতে। বরাবরের মত কাস্টমাইজেশনের অসংখ্য ফিচার থাকছে এই মিইউআই ১৩ ভার্সনে।

ক্যামেরা: ফোনটির পেছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। চারটি ক্যামেরার আসলে কার্যকরী দুটি ক্যামেরা, আর বাকি দুটি হলো ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ডেপথ সেন্সর। ফোনটির মূল ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেন্সর। পাশাপাশি ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরাও রয়েছে। ফোনটিতে সেলফি তুলতে সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

ব্যাটারি: ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। আছে ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং সুবিধা, যার মাধ্যমে ফোনটি এক ঘণ্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে। 

কবে পাওয়া যাবে, দাম কত: রেডমি নোট১১ ফোনটি পাওয়া যাবে গ্রাফাইট গ্রে, টোয়াইলাইট ব্লু এবং স্টার ব্লুর রঙে। সোমবার (৪ জুলাই) থেকে ফোনটি পাওয়া যাচ্ছে দেশের শাওমির সব অথরাইজড স্টোরে। ফোনটির দাম পড়বে ২৩ হাজার ৯৯৯ টাকা।

একনজরে রেডমি নোট ১১ এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: ৬.৪৩ইঞ্চি অ্যামোলেড
প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০
র‍্যাম: ৮ জিবি
স্টোরেজ: ১২৮জিবি

ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল মেইন সেস্নর
ফ্রন্ট ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং
দাম: ২৩ হাজার ৯৯৯ টাকা

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.