তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস গতকাল বুধবার ফোল্ডেবল ডিসপ্লের নতুন ল্যাপটপ উন্মোচন করেছে। ডিভাইসটির মডেল আসুস জেনবুক ১৭ ফোল্ড। ল্যাপটপটি চলতি বছরের শেষ দিকে বিশ্ব বাজারে বিক্রি শুরু হবে। শুধুমাত্র টেক ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

zenbook 17 fold oledফোল্ডেবল ডিসপ্লের ল্যাপটপ আনল আসুস

আসুস জেনবুক ১৭ ফোল্ড ল্যাপটপে রয়েছে ১৭.৩ ইঞ্চি ফোল্ডেবল ওলেড টাচস্ক্রিন ডিসপ্লে, যার রেজুলেশন ১,৯২০ বাই ২,৫৬০ পিক্সেল। ডিসপ্লে ৫০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোল্ড করার সময় স্ক্রিনটির আকার কমে হবে ১২.৫ ইঞ্চি, যার রেজুলেশন ১,২৮০ বাই ১,৯২০ পিক্সেল।

উন্নত পারফরম্যান্সের জন্য এতে রয়েছে ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর। গ্রাফিক্সের সুবিধা পেতে রয়েছে ইন্টেল আইরিস এক্সই জিপিইউ। ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যামের ল্যাপটপে রয়েছে ১ টেরাবাইট এসএসডি স্টোরেজ।

আসুসের নতুন ল্যাপটপে ৩ডি নয়েজ সুবিধা রয়েছে এবং আইআর ফাংশনসহ ৫ মেগাপিক্সেলের এআই ক্যামেরা থাকছে। হারমান কার্ডন-সার্টিফায়েড ডলবি অ্যাটমস সাউন্ডসহ কোয়াড-স্পিকার সেটআপ রয়েছে এতে। এছাড়া কোর্টানা এবং অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্টসহ থাকছে ইন-বিল্ট মাইক্রোফোন।

পাওয়ার ব্যাকআপের জন্য জেনবুক ১৭ ফোল্ড ল্যাপটপে থাকছে ৭৫ ওয়াটআওয়ারের ব্যাটারি। স্ক্রিন ফোল্ড করা থাকলে ৯.৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এবং খোলা থাকলে ৮.৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সাথে ইউএসবি টাইপ-সি ৬৪ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। আসুস এরগোসেন্স ব্লুটুথ কীবোর্ড এবং টাচপ্যাড ছাড়া ল্যাপটপের ওজন ১.৫ কেজি এবং ব্লুটুথ কীবোর্ডের সাথে ওজন ১.৮ কেজি।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আসুস জেনবুক ১৭ ফোল্ড ল্যাপটপের বাজার মূল্য ঊরা হয়েছে ৩,৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৩২ হাজার টাকা।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.