ফাইভজি সমর্থিত 'রিয়েলমি জিটি মাস্টার এডিশন' স্মার্টফোন উন্মোচন করেছে চীনা প্রতিষ্ঠান রিয়েলমি। এই স্মার্টফোনটির দুর্দান্ত ফিচারগুলোর মধ্যে রয়েছে- শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭৭৮জি ফাইভজি প্রসেসর এবং অত্যাধুনিক ভেপার চেম্বার কুলিং সিস্টেম।

realme gt master editionরিয়েলমি জিটি মাস্টার এডিশন

এক্সক্লুসিভ ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর মধ্যে অন্যতম রিয়েলমি জিটি মাস্টার এডিশন সিরিজ। জাপানের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়ার সুটকেস থেকে অনুপ্রাণিত ডিজাইনের কারণে স্মার্টফোনটি দেখতে দুর্দান্ত এবং এতে সহজে স্ক্র্যাচও পরবে না।

রিয়েলমির নতুন ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চি ১২০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে রেজুলেশন ১০৮০ বাই ২৪০০ পিক্সেল।

গেমিংয়ে প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে স্মার্টফোনটিতে তাপ নির্গমন কার্যকরী ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। অন্যান্য ফিচারের সাথে যুক্ত করা হয়েছে- ইনটেলিজেন্ট এডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি, ইউনিফাইড কন্ট্রোল অব সিস্টেম রিসোর্সেস এবং স্পেশাল সিনারিও অপটিমাইজেশন। আধুনিক প্রযুক্তিগুলোর সমন্বয়ের ফলে দীর্ঘসময় ব্যবহার করলেও ফোনের তাপ অনুভব করবেন না ব্যবহারকারীরা।

আলট্রা-সুইফট পারফরম্যান্স নিশ্চিত করতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ফাইভজি প্রসেসর। ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে- ৬ জিবি ও ৮ জিবি এবং ১২৮ জিবি ও ২৬৫ জিবি স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে গুগলের অ্যান্ড্রয়েড ১১। অ্যন্ড্রয়েড ১২তেও আপডেট করার সুযোগ থাকছে।

রিয়েলমি জিটি মাস্টার এডিশনের ফোনটিতে থাকছে স্ট্রিট ফটোগ্রাফি ফিল্টারসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ। ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের পাশাপাশি একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর থাকবে। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল এআই ক্যামেরা।

৪৩০০ এমএএইচ ব্যাটারির নতুন এই ফোনে রয়েছে ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জ সিস্টেম, এর ফলে ৩৫ মিনিটে ফুল চার্জ হবে ফোনটি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার টাকা থেকে শুরু হবে এই স্মার্টফোনটির দাম।

একনজরে রিয়েলমি জিটি মাস্টার এডিশন এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: ৬.৪৩ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে
প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ফাইভজি প্রসেসর
র‍্যাম: ৬ জিবি ও ৮ জিবি
স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি

ব্যাক ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ব্যাটারি: ৪৩০০ এমএএইচ
চার্জিং: ৬৫ ওয়াটের সুপারডার্ট

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.