ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেছেন। বাকিংহাম প্যালেস বৃহস্পতিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে। সাত দশক তিনি রানির দায়িত্ব পালন করেছেন। রানীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই টুইটারে ভিড় করতে শুরু করেন ব্রিটেনসহ গোটা বিশ্বের মানুষ। এতে বিপর্যস্ত হয় পড়ে টুইটার পরিষেবা।

queen elizabeth deathরানি এলিজাবেথের মৃত্যুর খবরে বিপর্যস্ত টুইটার পরিষেবা

নেটব্লক জানিয়েছে, কোনো নির্দিষ্ট দেশে পরিষেবা বন্ধের খবর পাওয়া না গেলেও একাধিক দেশ থেকে টুইটার ব্যবহারে সমস্যার খবর পাওয়া গেছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে টুইটার।

আজ শুক্রবার স্কটল্যান্ড থেকে তার মরদেহ লন্ডনের বাকিংহাম প্যালেসে আনা হবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে। আগামী ৩ দিন এখানেই থাকবে রানির কফিন বন্দি দেহ। রানিকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। ১০ দিন পর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্বামী প্রিন্স ফিলিপের পাশে সমাধিস্থ করা হবে রানি দ্বিতীয় এলিজাবেথকে।

উল্লেখ্য, রানি এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আসেন এবং বিশাল সামাজিক পরিবর্তনের সাক্ষী হন। রাষ্ট্রপ্রধান হিসেবে রানি দ্বিতীয় এলিজাবেথ যুদ্ধ-পরবর্তী কঠোরতা, সাম্রাজ্য থেকে কমনওয়েলথে উত্তরণ, স্নায়ুযুদ্ধের সমাপ্তি এবং ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের প্রবেশ এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রত্যাহার, সবই প্রত্যক্ষ করেছেন।

১৮৭৪ সালে জন্মগ্রহণকারী উইনস্টন চার্চিল এবং ১০১ বছর পর ১৯৭৫ সালে জন্মগ্রহণকারী লিজ ট্রাসসহ তার শাসনামলে ১৫ জন প্রধানমন্ত্রী ব্রিটেনে নিযুক্ত হন।

রানি ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসরে জন্মগ্রহণ করেন। খুব কম লোকই ভাবতে পেরেছিল তিনি রানি হবেন। কিন্তু ১৯৩৬ সালের ডিসেম্বরে তার চাচা এডওয়ার্ড অষ্টম আমেরিকান ওয়ালিস সিম্পসনকে বিয়ে করার জন্য সিংহাসন ত্যাগ করেন।

এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জ রাজা হন এবং ১০ বছর বয়সে লিলিবেট (রানির পারিবারিক নাম) সিংহাসনের উত্তরাধিকারী হন। এর তিন বছরের মধ্যে ব্রিটেন নাৎসি জার্মানির সাথে যুদ্ধে লিপ্ত হয়। এলিজাবেথ এবং তার ছোট বোন প্রিন্সেস মার্গারেট যুদ্ধকালীন বেশিরভাগ সময় উইন্ডসর ক্যাসেলে কাটাতেন। 

রানির তৃতীয় চাচাতো ভাই ফিলিপের সাথে রোম্যান্স প্রস্ফুটিত হয় এবং তারা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ১৯৪৭ সালের ২০ নভেম্বর বিয়ে করেন। পরে ফিলিপ ডিউক অফ এডিনবার্গ উপাধি লাভ করেন।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.