আপনি পড়ছেন

ইমরান খানকে প্রার্থিতার অযোগ্য ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে প্রায় অচল পাকিস্তান। রাজধানী ইসলামাবাদ অভিমুখে সবকটি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন স্থানে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়েছে পুলিশ। রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পাকিস্তানের ঋণমান আরেক ধাপ কমানোর ঘোষণা দিয়েছে বৈশ্বিক রেটিং এজেন্সি ফিচ।

imran khan 19ইমরান খানকে নির্বাচনে প্রার্থিতার অযোগ্য ঘোষণার প্রতিবাদে পথে নেমেছে পাকিস্তানের মানুষ

পাকিস্তানের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘোষণার এক ঘণ্টার মাথায় ফিচ রেটিংস দেশটির ঋণমানের অবনমন ঘটালো। বাহ্যিক তারল্য সংকট, বৈদেশিক মুদ্রা রিজার্ভে ধস এবং অর্থায়নের সংকটের কথা উল্লেখ করে এ অবনমন ঘটিয়েছে ফিচ। বি মাইনাস থেকে নেমে পাকিস্তানের ঋণমান এখন ট্রিপল সি প্লাস। এতে করে বৈদেশিক ঋণ পেতে পাকিস্তান সরকারকে আগের চেয়ে বেশি বেগ পেতে হবে। স্থানীয় আমদানিকারকদের অনুকূলে ইস্যুকৃত পাকিস্তানি ব্যাংকগুলোর এলসির গ্রহণযোগ্যতাও কমবে।

এদিকে ইমরান খানকে নির্বাচন থেকে সরানোর চেষ্টার প্রতিবাদে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, ফাইজাবাদ, পেশোয়ার, লাহোর, মরদান, করাচিসহ বিভিন্ন শহরের উল্লেখযোগ্য সড়ক, টার্মিনাল ও ফ্লাইওভারগুলোতে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। ইসলামাবাদে নাদরা চক, ইকবাল টাউন, এক্সপ্রেসওয়ে, ফাইজাবাদ রোডসহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভকারীর ভিড় উপচে পড়ছে।

ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের প্রতি বিভিন্ন হাসপাতালের প্রবেশপথ ও সড়কগুলো খালি রাখার এবং অ্যাম্বুলেন্স চলাচলের পথ তৈরির অনুরোধ করা হয়েছে। নারী, শিশু ও প্রবীণদের আবশ্যকীয় ভ্রমণ ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে পুলিশ।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘোষণার পরপর আড়াই মিনিটের সংক্ষিপ্ত ভিডিও বার্তায় দেশবাসীকে পথে নামার আহ্বান জানান ইমরান খান। এর পরপর সারাদেশে মানুষের ঢল নামে। ইমরান খান তার ইসলামাবাদের বাসভবনে অবস্থান করছেন। পাকিস্তান সময় রাত সাড়ে আটটায় তিনি ভাষণ দেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে থাকা নেতাকর্মীদের তিনি ইসলামাবাদ অভিমুখে লংমার্চের আহ্বান জানাতে পারেন বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।

পুলিশ এরইমধ্যে বিভিন্নস্থানে বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত শক্তিপ্রয়োগ করছে বলে বেশ কয়েকজন পাকিস্তানি সাংবাদিক সামাজিক মাধ্যমে জানিয়েছেন। করাচিতে ইমরান খানের দল পিটিআইর অফিসের আশেপাশের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে পড়েছে। পুলিশ এরইমধ্যে মানুষজনকে হটাতে কয়েক দফা জলকামান ব্যবহার করেছে। বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে বলে পুলিশের বরাত দিয়ে ডন জানিয়েছে।

করাচির শারিয়া ফয়সাল, হিনো চৌরঙ্গী, জিন্নাহ রোড, আধুমাল কোয়ার্টার, আখতার কলোনি, জাম সাদিক ব্রিজ, কোরাঙ্গি ট্রাফিকসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়েছে। একইভাবে লাহোর শহরে ফাইজাবাদ, আজিজ ভাট্টি টাউন, রিং রোড, আল্লামা ইকবাল টাউন, নিয়াজ বেগ, শালিমার, সামানাবাদ, রাভি, গানজ বখশ, নিশতার, গুলবার্গ, ফিরোজপুর রোড, ওয়ালটন টাউন, ক্যান্টনমেন্ট টাউন, ভাট্টা চক, হরবংশপুরা, জেল রোড, শেরপাও ব্রিজ, কলমা ফ্লাইওভার, হাইকোর্ট, জিপিও, ইয়োহান্নাবাদ সড়কে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছে।

পেশোয়ারে পিটিআই সমর্থক ও নেতাকর্মীরা খ- খ- মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়েছে। শহরের হায়াতাবাদ,সাদদার, কোহাটি, নিশতারাবাদ, চারসাদ্দা রিং রোড, কবুতর চক, পীর জাকোরি ব্রিজ, মারি চঙ্গি রোড এলাকার সড়কগুলোতে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছে। পেশোয়ার থেকে ইসলামাবাদ অভিমুখী সড়কটিতে বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মোটরওয়ে ওয়ান টোল প্লাজাতেও বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছে।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.