২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে চলেছে আর কয়েকদিন পরই। এবারের আয়োজন মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। এই বিশ্বকাপে গ্রুপ ‘এফ’ এ রয়েছে বেলজিয়াম। ইউরোপের কালো ঘোড়ারা এবার তাদের ১৪তম বিশ্বকাপ খেলতে চলেছে। কেভিন ডি ব্রুইনে, রোমেলু লুকাকুদের বেলজিয়াম শেষ কয়েক বছরে তাদের ফুটবল ইতিহাসে এক সোনালি অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সোনালি প্রজন্মের বেলজিয়াম আরও একটা বিশ্বকাপ খেলতে যাচ্ছে। বলা হচ্ছে শিরোপা জয়ের এটাই শেষ সুযোগ সোনালি প্রজন্মের বেলজিয়ানদের।

belgiumবেলজিয়াম ফুটবল দল

আগের বিশ্বকাপের তুলনায় এবার তারকা খেলোয়াড়দের অনেকটাই বয়স হয়েছে। ফলে ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকলেও আগের সংস্করণগুলোর মতো এই সংস্করণে তাদেরকে ফেভারিট হিসেবে ধরছেন না অনেকেই। কিন্তু ফুটবল পন্ডিতদের মতে বয়স বাড়লেও অভিজ্ঞতার যে একটা দাম রয়েছে এবার বিশ্বকাপে সেটাই হয়তো প্রমাণ করে দিতে পারে বেলজিয়াম দল। বেলজিয়াম ছাড়াও এই গ্রুপে রয়েছে কানাডা, মরক্কো এবং গতবারের রানার্সআপ দল ক্রোয়েশিয়া।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে বেলজিয়াম তাদের শেষ ম্যাচে ওয়েলসের সাথে ১-১ গোলে ড্র করেছ কাতার বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করে। আট জয় এবং দুটি ড্রয়ে তাদের ঝুলিতে ছিল মোট ২০ পয়েন্ট। দলগত পারফরম্যান্সের সুবাদে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা তিন বছর র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিল বেলজিয়াম। তাদের দুর্ভাগ্য, যে দলটাকে তাদের ফুটবল ইতিহাসে সোনালি দল হিসেবে আখ্যা দেওয়া হয়, সেই দলটা বিশ্বকাপ কিংবা ইউরো কাপের মতো কোনো বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি।

এখন পর্যন্ত ১৪ বার বিশ্বকাপের মূলপর্বে খেলে তাদের সেরা পারফরম্যান্স এসেছে ২০১৮ সালে। রাশিয়া বিশ্বকাপে বেলজিয়াম দল তৃতীয় স্থানে শেষ করেছিল। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে তারা হারায় রাশিয়া বিশ্বকাপের আরেক ফেভারিট ইংল্যান্ডকে। যদিও তাদের সমর্থকদের কাছে এই ফলটা ছিল অত্যন্ত হতাশাজনক।

তারকা: এ বছরের বেলজিয়াম দলে তারকা খেলোয়াড় আছেন অনেকেই। এদের মধ্যে অন্যতম কেভিন ডি ব্রুইনে, রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড এবং থিবাউট কোর্তোয়া। এদের মধ্যে সম্ভাব্য সেরা ফর্মে আছেন ডি ব্রুইনে। ২০১৫ সাল থেকে ডি ব্রুইনে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন।

এই কয়েক বছরে সিটির একাদশে অপরিহার্য অংশ হয়ে উঠেছেন তিনি। এর আগে ২০১২ সাল থেকে প্রিমিয়ার লিগে তিনি খেলেছেন পশ্চিম লন্ডনের ক্লাব চেলসির হয়ে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১২টি ম্যাচ খেলে ডি ব্রুইনে গোল করেছেন তিনটি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন নয়টি।

ইডেন হ্যাজার্ড বেলজিয়ামের আক্রমণাত্মক মিডফিল্ডার। এই মুহূর্তে দলের অধিনায়ক। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন তিনি। এর আগে ২০১২-১৯ প্রিমিয়ার লিগে চেলসির জার্সিতে দেখা গেছে তাকে। ওই সময়টাতে নিজেকে বিশ্বসেরা মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন হ্যাজার্ড। যদিও রিয়াল মাদ্রিদে এসে পুরোনো ছন্দ হারিয়ে ফেলেন তিনি। ২০০৮ সালে জাতীয় দলে এসেছেন হ্যাজার্ড। এখন পর্যন্ত ১২২টি ম্যাচ তিনি খেলেছেন বেলজিয়ামের হয়ে।

রোমেলু লুকাকু বর্তমানে ইতালিয়ান সিরি’এ লিগে ইন্টার‌ মিলানের হয়ে খেলছেন। তিনি মূলত ইতালিয়ান ক্লাবটিরই খেলোয়াড় ছিলেন। পরে তাকে কিনে নেয় চেলসি। কিন্তু ব্লুজদের হয়ে নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন তিনি। পরে ধারে পুরোনো ক্লাব ইন্টার মিলানে ফিরে যান লুকাকু। সান সিরো চত্বরে আসার আগে ২০১৭-১৯ মৌসুমে ইংলিশ আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও খেলেছেন তিনি। ২০১০ সালে বেলজিয়ামের জার্সিতে অভিষেক হয় তার। দেশের হয়ে এখন পর্যন্ত ১০২ বার প্রতিনিধিত্ব করেছেন এই স্ট্রাইকার। বেলজিয়ামের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক লুকাকু; করেছেন ৬৮ গোল।

থিবাউট কোর্তোয়া বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক। ক্লাব ফুটবলে তিনি এখন খেলছেন রিয়াল মাদ্রিদের হয়ে। এর আগে ২০১১-১৪ মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছেন তিনি। ২০১৮ সালে রিয়ালে পাড়ি জমান তিনি। ২০১১ সালে বেলজিয়ামের হয়ে অভিষেক হয় তাঁর। ইউরোপিয়ান জায়ান্টদের হয়ে এখন পর্যন্ত ৯০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে গোলপোস্টের এই অতন্দ্র প্রহরীর।

প্রধান কোচ: ২০১৬ সালের আগস্টে বেলজিয়াম দলের দায়িত্ব নিয়েছিলেন রবার্তো মার্টিনেজ। তার অধীনেই গত বিশ্বকাপে বেলজিয়াম যে পারফরম্যান্স করেছে তা ইতিহাসের সেরা। ২০১৮ বিশ্বকাপ বেলজিয়ানরা শেষ করে সেরা তৃতীয় দল হিসেবে। মার্টিনেজের প্রশিক্ষণে বেলজিয়াম ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিল। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত শীর্ষস্থান ধরে রাখে তারা। ২০২০ ইউরো কাপে শিরোপার আশা জাগিয়েও কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় বেলজিয়াম। সেবারের শিরোপা জয়ী দল ইতালির কাছে হেরে ছিটকে তার যেতে হয়েছিল তাদের। আর সবশেষ বিশ্বকাপে তাদের স্বপ্নযাত্রা থামে ফ্রান্সের কাছে হেরে। বেলজিয়াম যেই কৌশলে বিদায় করেছিল ফেভারিট ব্রাজিলকে ঠিক একইভাবে তাদের ঘায়েল করে ফ্রান্স। ওই দুটি ম্যাচ নিয়ে বিতর্ক কম হয়নি।

কিংবদন্তি: বেলজিয়ামের ফুটবল ইতিহাসে বেশ কয়েকজন কিংবদন্তি আছে। এরিক গেরেট ১৯৭৫-৯১ সাল পর্যন্ত দেশের হয়ে ৮৬টি ম্যাচ খেলেছেন। তার রয়েছে দুটি গোল। বেলজিয়ামের ইতিহাসে দেশের তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন তিনি।

মাইকেল প্রুডহোম বেলজিয়ামের ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষক। তিনি উয়েফার বর্ষসেরা গোলরক্ষকও নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৯ সাল থেকে ৯৪ পর্যন্ত ৫৮ বার বেলজিয়ামের তিন কাঠির নিচে দাঁড়িয়েছিলেন তিনি।

ভিনসেন্ট কোম্পানি প্রিমিয়ার লিগে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে খেলছেন। দেশের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার। ২০০৪ সাল থেকে এখনও খেলছেন। দেশের হয়ে ৫৬টি ম্যাচে তিনি করেছেন চারটি গোল। তার মূল দায়িত্ব মূলত গোল করা নয়, গোলবার অক্ষত রাখা।

জন ম্যারি পাফঁ বেলজিয়ামের ফুটবল ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার। ১৯৭৬ থেকে ৮৭ সাল পর্যন্ত দলের হয়ে ৬৪টি ম্যাচ খেলেছেন তিনি। তার দারুণ পারফরম্যান্সে ১৯৮০ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে বেলজিয়াম। যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে হেরে যায় তারা। জনের সময়েই ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে বেলজিয়ানরা। দুটি টুর্নামেন্টেই বেলজিয়াম দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

বেলজিয়ামের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটা একটা সময় জন কুয়েলেম্যান্সের দখলে ছিল। ১৯৭৭ থেকে ৯১ এই সময়ে ৯৬টি ম্যাচ খেলেছেন তিনি করেছেন ২৩টি গোল। ১৯৮০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিলেন তিনিও। ১৯৮৬ বিশ্বকাপেও বেলজিয়াম দলের অপরিহার্য অংশ ছিলেন জন। এ ছাড়া পল ফন হিমস্টকেও কিংবদন্তি হিসেবে ভাবা হয়। ১৯৬০-৭৪ সাল পর্যন্ত বেলজিয়ামের জার্সিতে ৮১টি ম্যাচে ৩০টি গোল করেছিলেন তিনি।

বেলজিয়াম

গ্রুপ ‘এফ’: বেলজিয়াম, ক্রোয়েশিয়া,কানাডা, মরক্কো
ফিফা রাঙ্কিং: ২

বিশ্বকাপ অভিজ্ঞতা

১৯৩০: গ্রুপপর্ব
১৯৩৪-৩৮: শেষ ১৬
১৯৫০: অংশ নেয়নি
১৯৫৪: গ্রুপপর্ব
১৯৫৮-৬৬: বাছাইপর্ব

১৯৭০: গ্রুপপর্ব
১৯৭৪-৭৮: বাছাইপর্ব
১৯৮২: দ্বিতীয় রাউন্ড
১৯৮৬: সেমিফাইনাল
১৯৯০-৯৪: শেষ ১৬

১৯৯৮: গ্রুপপর্ব
২০০২: শেষ ১৬
২০১৪: কোয়ার্টার ফাইনাল
২০১৮: সেমিফাইনাল (তৃতীয় সেরা)

গ্রুপপর্বের সূচি

২৩ নভেম্বর, বেলজিয়াম-কানাডা, রাত ১টা
২৭ নভেম্বর, বেলজিয়াম-মরক্কো, সন্ধ্যা ৭টা
১ ডিসেম্বর, বেলজিয়াম-ক্রোয়েশিয়া, রাত ৯টা

Stay on top of the latest sports news, including cricket and football, from around the world. Get comprehensive coverage of matches, tournaments, and leagues— along with expert analysis and commentary from our team of sports journalists. Whether you're a die-hard fan or a casual observer, you'll find everything you need to know about your favorite sports here.

Sports, cricket, and football are popular topics in the world of sports. Cricket is a bat-and-ball game played between two teams of eleven players and is particularly popular in South Asian countries. Football, also known as soccer, is a team sport played with a spherical ball between two teams of eleven players and is widely popular worldwide. Sports enthusiasts follow the latest news, matches, tournaments, and leagues in these sports and analyze and comment on the performances of players and teams.