আপনি পড়ছেন

২০২২ সাল বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিপর্যয়ের বছর। এ সময়ে বিশ্বের নানা স্থানে জলবায়ুজনিত নানা প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। টোয়েন্টিফোর লাইভ নিউজপেপারের পাঠকদের জন্য এমন কিছু প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা তুলে ধরা হলো।

climate catastrophes that paralysed earth in 2022যুক্তরাষ্ট্রের বোমা সাইক্লোন, পাকিস্তানে দানবীয় বন্যা, কিউবায় হারিকেন আইয়ান, যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী দাবানল, ইউরোপীয় খরা, ভারতে মারাত্মক তাপপ্রবাহ (ছবিতে বাম থেকে ডানে)

যুক্তরাষ্ট্রের বোমা সাইক্লোন: যুক্তরাষ্ট্রের গ্রেড লেক অঞ্চল থেকে একটি বিস্তীর্ণ তুষারঝড় প্রায় পুরো দেশ গ্রাস করে ফেলে। জলবায়ুজনিত এই দুর্যোগে ৩০ জনের প্রাণহানি ঘটে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এ বিপর্যয়কে বোমা ঘুর্ণিঝড় বলে আখ্যায়িত করে। এটি একটি বিরল দুর্ঘটনা। আর্কটিক থেকে নেমে আসা বাতাস সবকিছু বিপর্যস্ত করে দেয়। ইনডিয়া টুডের খবর।

পাকিস্তানে দানবীয় বন্যা: পাকিস্তানের বন্যার ঘটনা একটি মারাত্মক বিপর্যয় ছিল। একটি দানবীয় বর্ষার প্রভাবে সৃষ্ট বন্যায় ১২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির ৩৩ শতাংশই ডুবে যায় এবং স্বাভাবিকের চেয়ে ১০ গুণ ভারী বৃষ্টিপাত হয়। প্রতি ছয়জন পাকিস্তানির একজন এই বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার ফলে সিন্দু প্রদেশে বিশাল গভীর এবং ১০০ কিলোমিটার হৃদ তৈরি হয়েছে।

হারিকেন আইয়ান: কিউবায় আঘাত হানে হারিকেন আইয়ান। এরপর ঘূর্ণিঝড়টি মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানে। আইয়ানের আঘাতে কিউবায় অন্তত ৫০ হাজার লোককে সরিয়ে নিতে হয়েছিল। মেক্সিকান উপসাগরে ঝড়টির গতি ছিল প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি। ফ্লোরিডায় আরও বেশি শক্তি নিয়ে আঘাত হানে আইয়ান এবং বহু লোক ক্ষতিগ্রস্ত হয়। ক্যাটাগরি-৪ শ্রেণির ঝড়ের প্রভাবে স্বাভাবিকের চেয়ে ১০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। লণ্ডভণ্ড হয়ে যায় কিউবান উপকূলীয় জনপদ।

প্রাণঘাতী দাবানল: মার্কিন যুক্তরাষ্ট্র এই বছর নজিরবিহীন দাবানলের শিকার হয়েছে। প্রচণ্ড খরায় সৃষ্ট এই দাবানল দেখা দেয় মে মাসে। ঐতিহাসিক নিউ মেক্সিকো শহরের লাস ভেগাসের শত শত পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। আগুনে ১ লাখ ২১ হাজার একরেরও বেশি বন পুড়ে যায়। সান্তা ফে থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পূর্বে অরণ্যময় পাহাড়ের শতাব্দী প্রাচীন বসতি ও অবকাশকেন্দ্র ধ্বংস হয়ে যায় দাবানলে। ৪০ দিন ধরে স্থায়ী এই দাবানল ১৯০০ সালের পর সবচেয়ে ভয়াবহ ছিল।

ইউরোপীয় খরা: জলবায়ু পরিবর্তন ও চলমান জ্বালানি সংকটের মধ্যে ইউরোপে ৫০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি খরা দেখা দিয়েছে এই বছরে। খরায় জাহাজ শিল্প, বিদ্যুৎ খাতসহ ফসল উৎপাদনে মারাত্মক ব্যাঘাত ঘটে। রেকর্ড তাপমাত্রার শিকার হয় ইউরোপের দেশগুলো। এতে স্থানে স্থানে দাবানল বেপরোয়া হয়ে ওঠে।

ভারতে মারাত্মক তাপপ্রবাহ: এ বছর ভারত কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র তাপপ্রবাহের শিকার হয়েছে। উত্তর, মধ্য ও পূর্ব ভারতে সবচেয়ে খারাপ অবস্থা বিরাজ করে। মার্চের প্রথম দিকে তাপপ্রবাহ শুরু হয় এবং রেকর্ড তাপমাত্রা ৩৩.১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। গত ১২২ বছরের মধ্যে ভারতে তাপমাত্রা বৃদ্ধিতে রেকর্ড গড়েছে। মার্চ মাস ১৯০১ সালের পর সবচেয়ে উষ্ণ ছিল।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.