শেষ হয়ে গেলো পৃথিবীর অন্যতম জনপ্রিয় ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। আগের তিন আসরের তুলনায় এবারে বিপিএল জমে উঠেছিলো অনেক গুণ বেশি। বিদেশি খেলোয়াড়দের তুলনায় ব্যাটে- বলে এবার বেশি দুর্দান্ত ছিলেন স্থানীয় খেলোয়াড়রা। শেষ পর্যন্ত শিরোপা উঠেছে ঢাকা ডায়নামাইটসের ঘরে। সদ্য সমাপ্ত এই আসরের নানা পরিসংখ্যান নিয়ে টোয়েন্টিফোর লাইভ নিউজপেপারের এই আয়োজন।

statistics of bpl 2016

সেরা ব্যাটসম্যান
এবারের বিপিএলে দেশি ব্যাটসম্যানদের জয়জয়কার দেখা গেছে। সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে তিনজনই বাংলাদেশি, এতেই বোঝা যায় বিপিএলে কতোটা দাপুটে ছিলেন দেশি ক্রিকেটাররা। সর্বোচ্চ ৪৭৬ রান এসেছে তামিম ইকবালের ব্যাট থেকে। আশ্চর্যরকম ধারাবাহিকতা দেখিয়েছেন দেশের সেরা এই ব্যাটসম্যান। ১৩ ম্যাচে তুলে নিয়েছেন ছয়টি হাফসেঞ্চুরি। দুই নম্বরে থাকা মাহমুদুল্লাহর ব্যাট থেকে এসেছে ৩৯৬ রান। খুলনার হয়ে অবিশ্বাস্য অধিনায়কত্ব করার পাশাপাশি ব্যাট হাতেও দুর্দমনীয় ছিলেন রিয়াদ। ১৪ ম্যাচে দুই হাফ সেঞ্চুরিতে এ রান করেন তিনি। তিন নম্বর সেরা ব্যাটসম্যান ছিলেন সাব্বির রহমান। আসরের একমাত্র সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকেই। ১৫ ম্যাচে ৩৭৭ রান করেন তিনি। সেরা ব্যাটসম্যানের তালিকায় চার ও পাঁচ নম্বর জায়গা দুটি কুমার সাঙ্গাকারা ও আফগানিস্তানের তারকা মোহাম্মদ শেহজাদের। তারা করেছেন যথাক্রমে ৩৭০ ও ৩৫০ রান।

সেরা পাঁচে না থাকলেও ব্যাট হাতে বিপিএলজুড়ে চমক দেখিয়েছেন ঢাকার তরুণ ব্যাটসম্যান মেহেদি মারুফ। আসরের সবচেয়ে বেশি ছয় এসেছে তার ব্যাট থেকেই। বিপিএলে দারুণ খেলে নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক দলেও জায়গা করে নিয়েছেন তিনি।

tamim scored most runs for chittagong vikings

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
এবারের বিপিএলের সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন সাব্বির রহমান। রাজশাহীর হয়ে বরিশালের বিপক্ষে ৬১ বলে ১২২ রান করেন তিনি। এই ইনিংসে তার ব্যাট থেকে আসে নয়টি ছয়। যা এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের এ বছরের রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ রান করে অপরাজিত থাকেন চিটাগংয়ের মোহাম্মদ নবি। ৮১ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। ৮০ রানের অপরাজিত এক ইনিংস খেলেন মোহাম্মদ শেহজাদ। বরিশালের ডেভিড মালান ৭৮ রানের এক ইনিংস খেলে এই তালিকায় আছেন পাঁচ নম্বরে।

এ ছাড়া তরুণ মেহেদি মারুফের ৭৫ রানের এক অপরাজিত ইনিংস আছে। সত্তরোর্ধ্ব দুটি ইনিংস আছে তামিম ইকবালেরও।

sabbir got century in bpl 2016

দারুণ সব পার্টনারশিপ
এবারের বিপিএল মোট সাতটি সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে। এর মধ্যে সর্বোচ্চটি হলো ১৫০ রানের। বরিশাল বুলসের ডেভিড মালান ও শাহরিয়ার নাফীস চিটাগং ভাইকিংসের বিপক্ষে এই জুটিটি গড়েন। তামিম ইকবাল ও জহরুল ইসলাম গড়েন দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। সেটি ছিলো ১১৬ রানের। ১১২ রানের তৃতীয় সর্বোচ্চ রানের জুটিটি গড়েন মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীস।

century partnership of mushfiq and nafees in bpl

সেরা বোলার
এবারের বিপিএলের সেরা বোলারের তালিকার প্রথম তিনজনই বিদেশি। ডোয়াইন ব্রাভো ঢাকার হয়ে ১৩ ম্যাচে শিকার করেছেন ২১ উইকেট। খুলনার হয়ে খেলা পাকিস্তানি পেসার জুনাইদ খান ১৪ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট। তিন নম্বরে থাকা মোহাম্মদ নবি শিকার ১৯টি। আফগানিস্তানের এই অলরাউন্ডার খেলেছেন চিটাগং ভাইকিংসের হয়ে। বাংলাদেশি বোলারদের মধ্যে এক নম্বরে মোহাম্মদ শফিউল ইসলাম। ইনজুরির কারণে সবগুলো ম্যাচ না খেলতে পারা শফিউলের মোট শিকার ১৮টি। ১৩ ম্যাচের ১২ ইনিংসে বোলিং করেছেন তিনি। ১১ ম্যাচে ১৭ উইকেট পাঁচ নম্বর সেরা বোলার পাকিস্তানি সুপার স্টার শহিদ আফ্রিদি।

এবারের বিপিএলে মাত্র তিনজন বোলার ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কীর্তি দেখিয়েছেন। তিনজনই আবার স্থানীয় বোলার। এদের মধ্যে আফিফ হোসেন ধ্রুব নামের ১৭ বছরের যুব দলের এক বোলারও আছেন। এ ছাড়া বাকি দুজন হলেন তাসকিন আহমেদ ও আবুল হাসান রাজু।

dhaka on top of bpl table

সেরা বোলিং
ইনিংসে সেরা বোলিংয়ের এবারের রেকর্ডটা আফিফ হোসেনের। ১৭ বছরের এই তরুণ ২১ রানে নেন পাঁচ উইকেট। সেটাও নিজের বিপিএল অভিষেকে। ২৮ রানে পাঁচ উইকেট নিয়ে এই তালিকার দুইয়ে আছেন আবুল হাসান রাজু। তিন নম্বরে আছেন তাসকিন আহমেদ। এই পেসার ৩১ রানে নিয়েছেন পাঁচ উইকেট। আর কোনো বোলারের এবারের বিপিএলে পাঁচ উইকেট নেয়ার কীর্তি নেই।

afif hossain dhrubo

মাহমুদুল্লাহর পরিসংখ্যান
বিপিএল ২০১৬-এর পরিসংখ্যানে মাহমুদুল্লাহ রিয়াদের পরিসংখ্যানটা বিশেষভাবে দেয়া দরকার। কারণ তিনি যে এবারের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা জিতেছেন। ১৩ ম্যাচে মাহমুদুল্লাহ ৩৩ গড়ে মোট ৩৯৬ রান করেছেন। আছে দুটি হাফ সেঞ্চুরিও। এ ছাড়া বল হাতে তিনি নিয়েছেন ১০ উইকেট। দুটি ম্যাচে শেষ ওভারে ছয় ও সাত রানকে পুঁজি করে জিতিয়েছেন দলকে। ব্যক্তিগত পারফর্ম্যান্সের চেয়েও রিয়াদ ঝলমলে ছিলেন তার অসাধারণ অধিনায়কত্ব দিয়ে। গত আসরে দুর্বল বরিশাল বুলসকে প্রায় একক প্রচেষ্টায় ফাইনালে তুলেছিলেন রিয়াদ। এবারও খুলনা ছিলো প্রায় ‘কচিকাচার আসর’ সেই দলকেই টেনে তিন নম্বরে নিয়ে এসেছেন তিনি।

mahmudllah the man of bpl 2016

এবারের বিপিএল ছিলো এই আসরের চতুর্থ আয়োজন। সফল আয়োজনের পর আপাতত এবার এক বছরের অপেক্ষা। আগামী বছরের শেষ অংশে গিয়ে আবার মাঠে গড়াবে বিপিএল। সামনে বিপিএলে বেড়ে যেতে পারে দল ও ভেন্যুর সংখ্যা। এমনই ইঙ্গিত পাওয়া গেছে বিপিএল পরিচালনা পরিষদের পক্ষ থেকে। 

আপনি আরো পড়তে পারেন

আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন মাশরাফি-সাকিব-তামিম

'জিতলো ঢাকা, দেখলো দেশ'

‘হোয়াইটওয়াশ’ নিউজিল্যান্ড, ‘খুশি’ বাংলাদেশ

টেস্টে ফেরার সম্ভাবনা নেই, নিজেই বললেন মাশরাফি

যা করা হয়নি, তাই করে দেখাতে চান মাশরাফি

Stay on top of the latest sports news, including cricket and football, from around the world. Get comprehensive coverage of matches, tournaments, and leagues— along with expert analysis and commentary from our team of sports journalists. Whether you're a die-hard fan or a casual observer, you'll find everything you need to know about your favorite sports here.

Sports, cricket, and football are popular topics in the world of sports. Cricket is a bat-and-ball game played between two teams of eleven players and is particularly popular in South Asian countries. Football, also known as soccer, is a team sport played with a spherical ball between two teams of eleven players and is widely popular worldwide. Sports enthusiasts follow the latest news, matches, tournaments, and leagues in these sports and analyze and comment on the performances of players and teams.