আপনি পড়ছেন

পাকিস্তানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে সুপ্রিম কোর্ট অবরোধ করেছে ক্ষমতাসীন জোটের শরিক দল জেআইআই-এফ। সরকার ও সেনাবাহিনী বিরোধী দলের ওপর পূর্ণ দমন-পীড়নের ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ এনেছেন ইমরান খান। ইসলামাবাদে মার্কিন দূতাবাস আজ কনস্যুলার কার্যক্রম বন্ধ রেখেছে ও জরুরি প্রয়োজন ছাড়া কর্মীদের বাইরে চলাচল ও ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে।

pakistan pdm supreme courtপাকিস্তান সুপ্রিম কোর্টের মূল ফটক ডিঙিয়ে ভেতরে ঢোকে ক্ষমতাসীন জোটের কর্মীরা

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অব কনস্যুলার অ্যাফেয়ার্স বলেছে, ১৫ মে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলা থাকবে, তবে ওইদিনের পূর্বনির্ধারিত কনস্যুলার সাক্ষাৎকারগুলো বাতিল করা হয়েছে। দূতাবাস কর্মীদের মিশনের প্রয়োজন ছাড়া বাইরে চলাচল ও ভ্রমণ না করতে এবং স্থানীয় সংবাদমাধ্যমে চোখ রাখতে বলা হয়েছে।

জেইউআই-এফ নেতা মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী আজ সকালে সে দেশের সুপ্রিম কোর্টের প্রধান ফটক টপকে ভেতরে অবস্থান নিয়েছেন। আদালত এলাকার বাইরে ইসলামাবাদ রেড জোনের ভেতরেও ক্ষমতাসীন জোটের কর্মীরা সমবেত হয়েছেন।

গতকাল রাতে মুসলিম লীগ (নওয়াজ) নেতা ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ফোকাল পার্সন আতাউল্লাহ তারার জিও নিউজকে বলেছেন, মাওলানার ডাকে সারাদেশ থেকে মানুষ ইসলামাবাদে জড়ো হয়েছে। আগামীকাল থেকে সুপ্রিম কোর্টে অবস্থান কর্মসূচি শুরু হবে। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল পদত্যাগ না করা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

ইমরান খান অভিযোগ করেছেন, অতীতে পাকিস্তানের ক্ষমতাসীনরা যেভাবে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, একইভাবে তারা এখন দেশের বৃহত্তম ও একমাত্র ফেডারেল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করেছে। লন্ডনে এ ষড়যন্ত্র চূড়ান্ত হয়েছে বলে তিনি দাবি করেন।

গতকাল মধ্যরাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে ইমরান লিখেছেন- রাষ্ট্রদ্রোহ মামলার অজুহাতে পরবর্তী ১০ বছরের জন্য আমাকে জেলে রাখার ষড়যন্ত্র করেছে। আমাকে অপদস্থ করতে আমার স্ত্রীকে গ্রেপ্তারের পরিকল্পনা করেছে। এরপর তারা পিটিআইয়ের যেসব নেতা এখনও গ্রেপ্তার হননি, তাদের ওপর দমন-পীড়ন শুরু করবে। সবশেষে পিটিআইকে নিষিদ্ধ করবে, যেভাবে তারা পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল।

তিনি আরও লেখেন- জনগণ যাতে প্রতিক্রিয়া দেখাতে না পারে তা নিশ্চিত করতে পিটিআই কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মনেও ত্রাস সৃষ্টি করবে। আগামীকাল (সোমবার) তারা ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেবে। সুপ্রিম কোর্টের সামনে জেইউআই-এফ নাটক শুরু করবে, যাতে প্রধান বিচারপতিকে উৎখাত করা যায় এবং তিনি সংবিধান অনুযায়ী রায় না দেন।

ইন্ডিয়া টুডে’র ফরেন অ্যাফেয়ার্স এডিটর গীতা মোহন লিখেছেন- ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী আইনের ৫৯, ৬০ ধারায় একটি মামলা করা হয়েছে। সামরিক আদালতে এ মামলার বিচার হবে। যে দুটি ধারায় মামলা হয়েছে, সেগুলোতে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড অথবা ন্যুনপক্ষে যাবজ্জীবন সাজা হতে পারে।

এদিকে পাকিস্তানে রাজনৈতিক সংকট নিরসনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ দূতিয়ালির প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাঙ্ক উইলসন সেন্টারের ফেলো ও ডন নিউজের ফরেন অ্যাফেয়ার্স ও ন্যাশনাল সিকিউরিটি করেসপনডেন্ট বাকির সাজ্জাদ।

এক টুইটে বাকির লিখেছেন- সেনাপ্রধান জেনারেল আসিম মুনীরের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ দূতিয়ালির প্রস্তাব দিয়ে বলেছেন, পাকিস্তানে সম্প্রীতি ও স্থিতিশীলতার জন্য সংযুক্ত আরব আমিরাত সব ধরনের সহযোগিতা করবে। আমিরাতি সূত্রগুলো জানিয়েছে, জেনারেল মুনীর বিষয়টিতে তেমন আগ্রহ দেখাননি।

তবে বাকির সাজ্জাদের টুইটের জবাবে পিটিআই নেতা ও পাঞ্জাবের সাবেক মন্ত্রী ড. আরসালান খালিদ বলেছেন, এটা ভুয়া খবর। পৃথিবীর কোনো দেশ মধ্যস্থতার প্রস্তাব দেয়নি। পৃথিবী বদলে গেছে। পাকিস্তানকে তার নিজের সমস্যা নিজেই সমাধান করতে হবে।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.