আপনি পড়ছেন

করোনা মহামারির পর স্বাভাবিক হয়ে এসেছে বিশ্ব। স্বাভাবিকভাবে পালিত হয়েছে এবারের হজ। লাখ লাখ হাজির ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয় পবিত্র আরাফাত ময়দান। পাঠকদের জন্য রইল এবারের হজের দুর্দান্ত কিছু ছবি।

the grand mosqueমক্কার ক্লক টাওয়ার থেকে তোলা বায়তুল্লাহর ছবি

বায়তুল্লাহর পাশেই গড়ে উঠেছে বহুতল বিশিষ্ট মক্কা ক্লক টাওয়ার। সেখান থেকে পুরো মক্কা দৃষ্টিগোচর হয়। হজের সময় হাজিদের পদচারণায় মুখর হয়ে ওঠা বায়তুল্লাহ শরিফের অনবদ্য দৃশ্য দেখা যায় এই টাওয়ার থেকে।

the grand mosque in makkahক্লক টাওয়ারসহ পবিত্র কাবা শরিফ

বর্তমানে কাবা শরিফ বা বায়তুল্লাহ শরিফের পার্শ্ববর্তী মক্কা ক্লক টাওয়ার মক্কার অন্যতম প্রধান আইকনে পরিণত হয়েছে। সেই মক্কা ক্লকটাওয়ারসহ পবিত্র কাবা শরিফের ছবি অনন্য হয়ে ওঠে ফটোগ্রাফারদের ক্যামেরায়।

pilgrims pray in front of the kaabaকাবা ছুঁয়ে দুআ করছেন হাজিরা

বায়তুল্লাহ শরিফের প্রতি বিশ্ব মুসলিমের আকর্ষণ চিরন্তন। হজে এসে সেই কাবাকে ছুঁয়ে প্রাণের আকুতি পূর্ণ করেন অনেকে। প্রচণ্ড ভীড়ের মধ্যেও কাবা শরিফ ছুঁয়ে প্রশান্তি অর্জন করেন হাজিরা।

kaba and minaআরাফাত ময়দানে হাজিদের উপস্থিতি

হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় আরাফাতের ময়দানে। বিদায় হজের অনুসরণে সেখানে পাঠ করা হয় হজের খুতবা। হাজিরা আরাফাতের ময়দানে উপস্থিত থেকে সে খুতবা শুনেন। এরপর পালিত হয় অন্যান্য আহকাম।

kaba and minaমিনায় হাজিদের জন্য তৈরি করা তাঁবুর সারি

হজের অন্যতম প্রধান আহকাম মিনায় উপস্থিত হওয়া। হাজিদের সুবিধার্থে সৌদি সরকার সেখানে হাজার হাজার তাঁবু তৈরি করে রাখে। ওপর থেকে দেখলে তাঁবুর সারি দেখতে দারুণ সুন্দর লাগে।

a pilgrim holds an umbrella as his wife praysমিনায় এক নারীর নামাজ আদায়ের সময় তার স্বামী ছাতা ধরে রেখেছেন

হজের আহকাম নারী-পুরুষ সবার জন্যই প্রায় সমান। সওয়াবও সমান। তাই সুযোগ পেলেই হাজিরা মগ্ন হন নানা ধরনের ইবাদতে। মিনার প্রান্তরে এক নারীও তাই মগ্ন হয়েছেন নামাজ আদায়ে। আর তার স্বামী ছাতা ধরে আছেন, যেন তার শরীরের রোদের তাপ না পড়ে, তার ইবাদতে যেন বিঘ্ন সৃষ্টি না হয়।

buses used to transportহাজিদের পরিবহণের জন্য প্রস্তুত করা বাসের সারি

দিন যতই যাচ্ছে, ততই আধুনিক ও নির্বিঘ্ন হচ্ছে হজ পালন। হজপালনরত ব্যক্তিদের জন্য করা আয়োজনের অংশ হিসেবে রয়েছে এসি বাসের বিশাল সারি। এসব বাসে করে হজ ও যিয়ারতের বিভিন্ন পয়েন্টে পৌঁছেছেন হাজিরা।

doves and pilgrimsমক্কার বাইতুল্লাহ সামনে ঘুঘুকে খাবার দিচ্ছেন হাজিরা

পুরো বিশ্বের মানুষ কাবা শরিফকে ঘিরে যে আবেগ ধারণ করেন, তার অংশীদার হয়ে উঠেছে এই ঘুঘু ও কবুতরগুলোও। অনেক হাজি এসব ঘুঘু ও কবুতরগুলোকে খাইয়ে তৃপ্তি পান।

ছবি: দ্য নাশনাল নিউজ ডটকমের সৌজন্যে

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.