বেজে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দামামা। ২০২৪ আসরকে সামনে রেখে ইতোমধ্যেই শেষ হয়েছে নিলাম। নিলামে চমক দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। রেকর্ড ২৪ কোটি ২৫ লাখ ভারতীয় রুপিতে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। নিলামের পর কেমন হয়েছে আট দলের স্কোয়াড, তা দেখে নেওয়া যাক।

ipl 2024২০২৪ আইপিএলে অংশ নিবে আট দল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, মোহাম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, মনোজ ভন্ডগে, আকাশ দীপ, সৌরভ চৌহান, হিমাংশু শর্মা, স্বপ্নিল সিং, বৈশাক বিজয়কুমার, রজত পতিদার, সুয়শ প্রভুদেসাই, কর্ণ শর্মা, রাজন কুমার, মহিপাল লোমরর, টম কারান, মায়াঙ্ক ডাগর, রিস টপলি, লকি ফার্গুসন, উইল জ্যাকস, অনুজ রাওয়াত, যশ দয়াল, দীনেশ কার্তিক, আলজারি জোসেফ, ক্যামেরন গ্রিন।

কলকাতা নাইট রাইডার্স: শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, সুয়শ শর্মা, সুনীল নারিন, রিংকু সিং, রহমানুল্লাহ গুরবাজ, নীতিশ রানা, কেএস ভারত, জেসন রায়, হর্ষিত রানা, চেতন সাকারিয়া, অনুকূল রায়, মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল, অঙ্গকৃষ্ণ রঘুবংশী, রমনদীপ সিং, শেরফেন রাদারফোর্ড, সাকিব হোসাইন, গাস অ্যাটকিনসন, মুজিব উর রহমান, মনীষ পান্ডিয়া, সাকিব হোসেন।

পাঞ্জাব কিংস: শিখর ধাওয়ান, কাগিসো রাবাদা, লিয়াম লিভিংস্টোন, তনয় থ্যাগরাজন, অথর্ব তাইদে, আশুতোষ শর্মা, বিদ্বাথ কাভেরাপ্পা, বিশ্বনাথ সিং, শিবম সিং, প্রিন্স চৌধুরী, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা, হরপ্রীত সিং, সিকান্দার রাজা, ঋষি ধাওয়ান, প্রভসিমরন সিং, নাথান এলিস, হরপ্রীত ব্রার, আরশদীপ সিং, ক্রিস ওকস, রাহুল চাহার, জনি বেয়ারস্টোস, রাইলি রুশো, হর্ষল প্যাটেল ও স্যাম কারান।

চেন্নাই সুপার কিংস: এমএস ধোনি, মোস্তাফিজুর রহমান, তুষার দেশপান্ডে, সিমারজিৎ সিং, শিবম দুবে, শার্দুল ঠাকুর, শাইক রশিদ, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, রাজবর্ধন হাঙ্গারগেকর, রাচিন রবীন্দ্র, প্রশান্ত সোলাঙ্কি, নিশান্ত সিন্ধু, মুকেশ চৌধুরী, মঈন আলী, মিচেল স্যান্টনার, মাথিশা পাথিরানাস, মহেশ থিকশানা, ডেভন কনওয়ে, দীপক চাহার, ড্যারিল মিচেল, অজিঙ্কা রাহানে, অজয় মন্ডল, সমীর রিজভি ও আরেভেলি অবনীশ।

দিল্লি ক্যাপিটালস: ঋষভ পন্ত, যশ ধুল, ভিকি অস্টওয়াল, ট্রিস্টান স্টাবস, পৃথ্বী শ, প্রবীণ দুবে, মুকেশ কুমার, মিচেল মার্শ, লুঙ্গি এনগিদি, ললিত যাদব, কুলদীপ যাদব, খলিল আহমেদ, ইশান্ত শর্মা, হ্যারি ব্রুকস, ডেভিড ওয়ার্নার, অক্ষর প্যাটেল, অ্যানরিক নর্কিয়া, অভিষেক পোড়েল, রিকি ভুই, কুমার কুশাগর, রাসিখ সালাম, ঝাই রিচার্ডসন, স্বস্তিক চিকারা, শেই হোপ ও সুমিত কুমার।

রাজস্থান রয়্যালস: যুজবেন্দ্র চাহাল, যশস্বী জয়সওয়াল, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, সাঞ্জু স্যামসন, সন্দীপ শর্মা, রোভম্যান পাওয়েল, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, প্রসিধ কৃষ্ণ, নবদীপ সাইনি, কুনাল সিং রাঠোর, কুলদীপ সেন, জস বাটলারস, ডোনোভান ফেরেরা, ধ্রুব জুরেল, আবেশ খান, অ্যাডাম জাম্পা, শুভম দুবে, টম কোহলিয়ার-ক্যাডমোর, নান্দ্রে বার্গার, রাজিব মোস্তাক ও আবিদ মোশতাক।

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, বিষ্ণু বিনোদ, টিম ডেভিড, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, শামস মুলানি, রোমারিও শেফার্ড, পীযূষ চাওলা, নেহাল ওয়াধেরা, কুমার কার্তিকেয়, জাসপ্রিত বুমরাহ, জেসন বেহরেনডর্ফ, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, জেরাল্ড কোয়েটজি, দিলশান মাদুশঙ্কা, ডিওয়াল্ড ব্রেভিস, অর্জুন টেন্ডুলকার, আকাশ মাধওয়াল, শ্রেয়স গোপাল, শিবালিক শর্মা, মোহাম্মদ নবি,  আনশুল কাম্বোজ, নমন ধীর ও নুয়ান থুশারা।

সানরাইজার্স হায়দ্রাবাদ: ওয়াশিংটন সুন্দর, ওয়ানিন্দু হাসরাঙ্গা, উপেন্দ্র যাদব, ওমরান মালিক, ট্র্যাভিস হেড, টি নটরাজন, শাহবাজ আহমেদ, সানভির সিং, রাহুল ত্রিপাঠী, প্যাট কামিন্স, নিতীশ কুমার রেড্ডি, মায়াঙ্ক মার্কন্ডে, মায়াঙ্ক আগরওয়াল, মার্কো জ্যানসেন, জয়দেব উনাদকাট, হেনরিখ ক্লাসেন, গ্লেন ফিলিপস, ফজলহক ফারুকী, ভুবনেশ্বর কুমার, আনমোলপ্রীত সিং, এইডেন মার্করাম, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, আকাশ সিং ও ঝাঠভেদ সুব্রামন্যান।

লখনউ সুপার জায়ান্টাস: লোকেশ রাহুল, যুধবীর সিং, যশ ঠাকুর, শিবম মাভি, রবি বিষ্ণোই, কুইন্টন ডি কক, প্রেরক মানকদ, নিকোলাস পুরান, নবীন-উল-হক, মহসিন খান, মায়াঙ্ক যাদব, মার্ক উড, মার্কাস স্টয়নিস, কাইল মায়ার্স, ক্রুনাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, দেবদত্ত পদিকল, দীপক হুদা, আয়ুষ বাদোনি, অমিত মিশ্র, আরশিন কুলকার্নি, মনিমরণ সিদ্ধার্থ, ডেভিড উইলি, অ্যাস্টন টার্নার ও আরশাদ খান।

গুজরাট টাইটান্স: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, বিজয় শঙ্কর, উমেশ যাদব, সাঁই সুদর্শন, রশিদ খান, রাহুল তেবাটিয়া, আর সাই কিশোর, নুর আহমেদ, মোহিত শর্মা, মোহম্মদ শামি, ম্যাথু ওয়েড, কেন উইলিয়ামসন, জোশ লিটল, জয়ন্ত যাদব, ডেভিড মিলার, দর্শন নলকান্দে, আজমতুল্লাহ ওমরজাই, অভিনব মনোহর, শাহরুখ খান, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী, মানব সুথার, স্পেন্সার জনসন ও রবিন মিঞ্জ।

Stay on top of the latest sports news, including cricket and football, from around the world. Get comprehensive coverage of matches, tournaments, and leagues— along with expert analysis and commentary from our team of sports journalists. Whether you're a die-hard fan or a casual observer, you'll find everything you need to know about your favorite sports here.

Sports, cricket, and football are popular topics in the world of sports. Cricket is a bat-and-ball game played between two teams of eleven players and is particularly popular in South Asian countries. Football, also known as soccer, is a team sport played with a spherical ball between two teams of eleven players and is widely popular worldwide. Sports enthusiasts follow the latest news, matches, tournaments, and leagues in these sports and analyze and comment on the performances of players and teams.